প্রকাশিত হয়েছে ‘ভোট একটি পবিত্র আমানত’ (যাকে খুশি তাকে দেওয়া যায় না) নামক মৌলিক গবেষণামূলক গ্রন্থ। বর্তমানে নেতা নির্বাচনের অন্যতম প্রধান উপায় হলো ভোট। ভোট, ভোট সম্পর্কে ইসলামের দৃষ্টিভঙ্গি, ভোট প্রদানের পদ্ধতি ও গুরুত্ব, ভোটারের দায়িত্ব, পিআর পদ্ধতিতে নির্বাচন কী এবং পিআর পদ্ধতিতে নির্বাচনের উপকারিতা কী এসকল বিষয় নিয়ে বিন্দু প্রকাশের এবারের প্রকাশনা ভোট একটি পবিত্র আমানতঃ যাকে খুশি তাকে দেওয়া যায় না। বিন্দু প্রকাশ থেকে প্রকাশিত গ্রন্থের লেখক জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর মো. নূরুল ইসলাম বুলবুল।

বইটির সম্পর্কে তিনি বলেন, ভোট হলো মানুষের হাতে অর্পিত এক নৈতিক দায়িত্ব, যা দেশে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার সাথে একজন ভোটার দায়বদ্ধ। ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন শুধুই একটি প্রক্রিয়া নয়, বরং সমাজ ও জাতির ভবিষ্যৎ নির্ধারণের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম। ভোট হলো মানুষের হাতে অর্পিত এক নৈতিক দায়িত্ব, যা সততা, ন্যায্যতা এবং দায়বদ্ধতার সঙ্গে প্রয়োগ করা উচিত। রাষ্ট্র একটি ব্যাপক ধারণা এবং কর্মযজ্ঞের নাম। সমাজে বসবাসরত সকল মানুষের মধ্যে ঐক্য সাধন, তাদের কল্যাণ ও বিভিন্ন সমস্যা সমাধানের জন্যই এই ব্যবস্থার উদ্ভব হয়েছে। তাছাড়া মানুষ নিজেদের প্রয়োজনে যত প্রতিষ্ঠান কায়েম করেছে, তার মধ্যে অন্যতম শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হলো রাষ্ট্র। এটি একটি সার্বজনীন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান; সর্বোপরি এটি একটি বিরাট নিয়ামতেরও নাম। রাষ্ট্রের মাধ্যমে যতটা জনকল্যাণমূলক কাজ করা সম্ভব, অন্য কোনো মাধ্যমে তা সম্ভব নয়। যুগ যুগ ধরে বিভিন্ন সময়ে প্রতিষ্ঠানটি সমৃদ্ধ হয়েছে এবং বর্তমানে একটি পূর্ণ অবয়বে এসে দাঁড়িয়েছে। এটি মানুষের স্বাধীনতা ও ব্যক্তিত্ব বিকাশের একটি অপরিহার্য প্রতিষ্ঠান হিসেবেও বিবেচিত হয়ে থাকে। রাষ্ট্র আইনের শাসন সুনিশ্চিত করে থাকে, ফলে সকল নাগরিকের মর্যাদা ও সমান অধিকার সুনিশ্চিত হয়। এটির মাধ্যমে শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠা, সুবিচার কায়েম, আইনের শাসন প্রতিষ্ঠা, জনগণের কল্যাণ সাধনসহ বিশ্ব-শান্তিতেও অবদান রাখা সম্ভব হয়। আর এই সবগুলো কাজ সঠিক ভাবে করা সম্ভব একটি ভোটের মাধ্যমে একজন সঠিক সৎ যোগ্য জনপ্রতিনিধি নির্বাচনের মাধ্যমে।

তিনি তাঁর বইটি সম্পর্কে আরও বলেছেন, ভোটকে বলা হয় পবিত্র আমানত। এটি নাগরিকের একটি অধিকারও বটে। একজন মুসলমান নাগরিক এই অধিকারের খেয়ানত করতে পারেন না। টাকার বিনিময়ে ভোট বিক্রি করা যাবে না। অন্যান্য চুরির ন্যায় ভোট চুরি করাও একটি গুরুতর অপরাধ। হাক্কুল ইবাদ লঙ্ঘনের শামিল। ন্যায়-অন্যায়, ভালো-মন্দ, হক ও বাতিল, ইমান ও কুফর ইত্যাদি পার্থক্য নির্ধারণের ক্ষেত্রে ভোট হতে পারে একটি যুগান্তকারী সিদ্ধান্ত। ভোটের ক্ষেত্রে কুরআন-সুন্নাহর আলোকে ইসলামের দৃষ্টিভঙ্গিও বইটিতে তুলেধরা হয়েছে।

ইসলামী রাজনীতিবিদ ও জননেতা মো. নূরুল ইসলাম বুলবুলের লেখা বিন্দু প্রকাশের এবারের গবেষণামূলক বই “ভোট একটি পবিত্র আমানত”। এই বইয়ে আলোচনা করা হয়েছে: নেতৃত্ব নির্বাচনের নৈতিক দিক ও দায়িত্ব । ভোট প্রদানের সঠিক প্রক্রিয়া এবং এর নৈতিকতা। ইসলামের দৃষ্টিকোণ থেকে ভোটের গুরুত্ব। আধুনিক নির্বাচনী ব্যবস্থার চ্যালেঞ্জ ও সম্ভাবনা। পিআর (চজ) পদ্ধতির বৈশিষ্ট্য ও উপকারিতা।

নির্বাচিত ইসলামী নেতৃত্বের কাজ কি হবে সে সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামীন পবিত্র কুরআনে বলেন, “আমি তাদেরকে পৃথিবীতে (রাজ) ক্ষমতা দান করলে তারা নামায কায়েম করে, যাকাত প্রদান করে এবং সৎ কাজের আদেশ দেয় ও অসৎকার্য হতে নিষেধ করে। আর সকল কর্মের পরিণাম আল্লাহর আয়ত্তে।” (সূরা হজ্ব, আয়াত : ৪১)। বর্তমান সময়ে রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার অন্যতম একটা উপায় হলো ভোট। জনগণ রাষ্ট্র পরিচালনার জন্য নেতা নির্বাচন করে থাকে ভোটের মাধ্যমে। এটি মানুষের মৌলিক অধিকারও। তবে দুঃখজনক হলেও সত্য, বিগত আওয়ামী ফ্যাসিস্ট সরকার এদেশের মানুষকে দীর্ঘ ১৭ বছর এই মৌলিক অধিকার প্রয়োগ করা থেকে বঞ্চিত করেছে। ছাত্র-জনতার রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে ২০২৪ সালের জুলাই বিপ্লবে দেশ স্বৈরাচার মুক্ত হলে দেশের আপামর জনতা স্বস্তির নিঃশ্বাস ফেলে। এই পরিবর্তিত পরিস্থিতিতে জনগণের ভোটাধিকার প্রয়োগের দীর্ঘ লালিত স্বপ্ন বাস্তবায়নের সম্ভাবনা তৈরি হয়। বইটিতে আলোচনা করা হয়েছে যেসব বিষয় তা হলো: ১. ভোট হলো একটি সুপারিশ। ২. ভোট হলো একটি সাক্ষ্য। ৩. ভোট অন্যায়ের বিরুদ্ধে একটি প্রতিবাদ। ৪. ভোট জুলুমের বিরুদ্ধে মজলুমের রায়। ৫. ভোট হলো একটি দাওয়াত। ৬. ভোট হলো ঐক্যের সোপান। ৭. ভোট হলো একটি আমানত। ৮. ভোট হলো নেতা বা প্রতিনিধি নির্বাচনের কৌশল। সুতরাং জনগণের প্রতিনিধি কেমন হবে এবং আপনার প্রতিনিধি কেমন হবে। এটা ভোটের মাধ্যমে নির্ধারণের সুযোগ রয়েছে। ৯. ভোট হলো নাগরিকের সমর্থনের একটি মাধ্যম। আপনি কাকে সমর্থন করবেন, এটি ভোটের মাধ্যমে বহিঃপ্রকাশ ঘটবে।