সৈয়দ মাসুদ মোস্তফা
তরুণ, প্রতিভাবান ও প্রতিশ্রুতিশীল লেখক-গবেষক ইয়াসিন মাহমুদ সম্পাদিত ‘জননেতার মুখোমুখি : গাজী নজরুল ইসলাম-এর জীবন ও কর্মের আলেখ্য’ একটি সাক্ষাৎকারভিত্তিক অনন্য সাধারণ সংকলন। মূলত, এ সংকলনে সাতক্ষীরার বর্ষীয়ান রাজনীতিক ও সাবেক সংসদ সদস্য জনাব গাজী নজরুল ইসলামের মেধা-মনন, চিন্তা-চেতনা, আবেগ-অনুভূতি, আধ্যাত্মিকতা, সমাজ সচেতনতা, সংস্কার চেতনা, মাটি ও মানুষ, দেশাত্মরোধ, স্বাধীনতা-সার্বভৌমত্ব, গণতন্ত্র ও গণতান্ত্রিক মূল্যবোধ, মুক্তিযুদ্ধ ও বৈশ্বিক ভাবনা সাবলীল ও প্রাণবন্তভাবে উপস্থাপিত হয়েছে। সর্বোপরি উপস্থাপিত হয়েছে তার ব্যক্তিগত, পারিবারিক ও সমাজজীবন নিয়ে নানা অভিজ্ঞতা, অভিজ্ঞান ও নিজস্ব মতামত। যা আগামী দিনে আমাদের করণীয় নির্ধারণে খুবই সহায়ক হবে-ইনশাআল্লাহ।
মূলত, ‘জননেতার মুখোমুখি’ একটি সাক্ষাৎকারভিত্তিক সংকলন, একজন বর্ষীয়ান রাজনীতিক, বরেণ্য জননেতা ও চিন্তকের জীবনালেখ্য। এ মহতী কাজটি অত্যন্ত সুনিপুণ ও প্রাণবন্ত বিন্যাসে বিন্যস্ত করেছেন গবেষক ইয়াসিন মাহমুদ। তিনি একজন নবীন ও বহুমুখী প্রতিভার গবেষক। কালের এক কাণ্ডারী ও জাতির শ্রেষ্ঠ সন্তান ১৯৭১ সালের রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, প্রখ্যাত রাজনীতিক, উপকূলীয় জেলা সাতক্ষীরার গণমানুষের প্রাণস্পন্দন, বারবার কারা নির্যাতিত এবং দু’বারের নির্বাচিত সংসদ সদস্য জনাব গাজী নজরুল ইসলাম সম্পর্কে এ আত্মপ্রত্যয়ী তরুণ কলম না ধরলে তাঁর সম্পর্কে আমাদের কাছে অনেক কিছুই অজানা থেকে যেতো। দিনের আলোয় উদ্ভাসিত হতো না এ কীর্তিমানের কীর্তিগাঁথা। কিন্তু ইয়াসিন মাহমুদ তার সামাজিক ও জাতীয় দায়িত্ববোধ এবং সত্যানুসন্ধিৎসা থেকে এ মহান ব্যক্তিকে যে আলোচনার পাদপীঠে নিয়ে এসেছেন তা সত্যিই প্রশংসার দাবি রাখে। এ মহতী কাজে তাকে যারা সহযোগিতা করেছেন বিশেষ করে সালমান রিয়াজ ও কবি আতিফ আবু বকরসহ যারা যেভাবেই এ মহতী কাজে তাকে নেপথ্যে ভূমিকা রেখেছেন তারাও রীতিমত প্রশংসা পাওয়ার যোগ্য। বিশিষ্ট শিক্ষাবিদ ও খ্যাতিমান গবেষক প্রফেসর ড. কামরুল হাসান গ্রন্থটির মার্জিত, সাবলীয় ও সুচিন্তিত ভূমিকা এবং প্রকাশক ড. আবু আয়ান তার মূল্যবান মতামত দিয়ে গ্রন্থটির গ্রহণযোগ্যতা ও উপযোগিতা আরো অনেকাংশে বাড়িয়ে দিয়েছেন। তাদের প্রতিও কৃতজ্ঞতা অফুরান।
মূলত, সংকলন গ্রন্থটি বর্ষীয়ান জননেতা, প্রখ্যাত রাজনীতিক ও সাবেক সংসদ সদস্য জনাব গাজী নজরুল ইসলামের জীবনালেখ্য নিয়ে লেখা। তরুণ সম্পাদক ইয়াসিন মাহমুদ বিভিন্ন সময়ে নানাবিধ প্রশ্নের মাধ্যমে তার সম্পর্কে সম্যক উপলব্ধির প্রয়াস চালিয়েছেন। একজন প্রকৃত জননেতা হিসাবে তিনি তার সকল প্রশ্নের প্রাণবন্ত ও সাবলীল জবাব দিয়েছেন। এতে তার কোনো কার্পণ্যই লক্ষ্য করা যায়নি। তার অকৃত্রিম সহযোগিতায় তার জীবনের উল্লেখযোগ্য বিভিন্ন দিক ওঠে এসেছে এ সংকলনে। সংগ্রামী জননেতা গাজী নজরুল ইসলাম যে জীবনযুদ্ধে পরাজিত হননি বরং বরাবরই ‘গাজী’ তথা বিজয়ী হিসাবে মর্যাদা ও সম্মানের জীবনযাপন করছেন এবং দেশ ও জাতির প্রতি দায়বদ্ধ থেকে স্বীয় দায়িত্ব যথাযথভাবে পালন করে যাচ্ছেন, তাও দিবালোকের মতো স্পষ্ট হয়ে উঠেছে অতি মূল্যবান এ সাক্ষাৎকারভিত্তিক গ্রন্থে। মুক্তিযুদ্ধে তার অসামান্য অবদান সে কথারই প্রমাণ বহন করে। গ্রন্থটিতে তার জন্ম, শৈশব, কৈশোর, যৌবন, শিক্ষা, পরিবার ও পারিবারিক জীবন, পেশা, কর্ম, রাজনৈতিক ও সামাজিক জীবন, মানুষের প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধ, জাতীয় দায়িত্ব পালন ও বিদেশ সফর সংক্রান্ত তথ্যাদি উপস্থাপিত হয়েছে অসামান্য নান্দনিকতায়, যা আমাদেরকে একজন দেশপ্রেমী রাজনীতিক ও প্রকৃত জননেতার সাথে পরিচয় করিয়ে দিতে সহায়ক ভূমিকা পালন করেছে। এজন্য এ অসামান্য অবদানের পুরো কৃতিত্ব নবীন গবেষক ইয়াসিন মাহমুদ এবং তার সংকলন সহযোগিদের। আর গবেষকদের প্রশ্নের সাবলীল জবাব দিয়ে এবং তাদেরকে সার্বিক সহযোগিতার জন্য গাজী নজরুল ইসলামও রীতিমত মহত্ত্বের পরিচয় দিয়েছেন।
সংকলন গ্রন্থটি প্রকাশ করেছে সেন্টার ফর শহীদ তিতুমীর স্টাডিজ এবং প্রচ্ছদ এঁকেছেন মো. মনিরুজ্জান। গ্রন্থটির পরিবেশক বাংলাদেশ কো-অপারেটিভ বুক সোসাইটি লি.। মোট ২০৮ পৃষ্ঠার বইটির মুল্য ৪৫০/- টাকা।
আমরা এ মহামূল্যবান সংকলনটির বহুল প্রচার ও প্রসার কামনা করছি।