চঞ্চল শিহাব
ঈদুল আজহার ছুটি শেষে সবাই এখন স্কুলমুখী। বৃষ্টির বাগড়া কিছুটা কমে এসছে তবে গরম বেশ। এটা আরেক নতুন অভিজ্ঞতা। তবে প্রকৃতিকে নিয়েই তো চলতে হবে আমাদের। আমরা অভিধান পাঠ করতে বলি সবাইকে। কারণ বিভিন্ন শব্দের মানে জানতে এর চেয়ে ভালো উপায় নেই। শব্দ কি? অর্থবোধক ধ্বনি বা ধ্বনি সমষ্টির নাম শব্দ। আবার আওয়াজও কিন্তু শব্দ। দুটি কাঠের বা বাটির ঠোকাঠুকি, হাতুড়ির ঠোকাঠুকিও শব্দ। ভাষায় যে শব্দ তা গঠনের দিক থেকে দুই প্রকার। মৌলিক শব্দ ও সাধিত শব্দ। একাধিক মৌলিক শব্দ যুক্ত হয়ে বা মৌলিক শব্দের সঙ্গে প্রত্যয়, উপসর্গ ইত্যাদি যোগে গঠিত হয় নতুন নতুন শব্দ। আর এভাবে বিভিন্ন অর্থে ব্যবহার উপযোগী করে তোলার জন্য শব্দ তৈরির প্রক্রিয়াকে বলা হয় শব্দ গঠন। অর্থাৎ যেসব নিয়ম বা রীতি অনুযায়ী সাধিত শব্দ গঠিত হয়, সেসব নিয়ম বা রীতিকেই শব্দ গঠন রীতি বলা হয়।
এবার পাঠে মন দেই। ফোকট শব্দ শুনতে মনে হতে পারে অনেক কিছু। কিন্তু কি এর অর্থ? এর অর্থ ফাঁকতাল। তা থেকে ফোকটে কিছু করার চেষ্টা। অবশ্য এটা ভালো নয়। বউল/বোল মানে আমের বোল, ঠিকই ধরেছ। একে বউলও বলে। অভিধানে এর দুটি অর্থ ১। আম্র ইত্যাদির মুকুল। ২। বকুল ফুল। মুকুল আমাদের অতি চেনা শব্দ। মরা আর মড়া নিয়ে বেশ সমস্যা হয় অনেকের। হবারই কথা। মরার কথা শুনে ভয় পেয়ো না। আমরা শব্দের অর্থ জানার চেষ্টা করছি, ভয় দেখাচ্ছি না। মরা মানে তো জানি সবাই মৃত, প্রাণ ত্যাগ করা। কিন্তু এছাড়াও মরার আরো অর্থ আছে। যেমন বিকেলটা মরে এসেছে, আলোটা মরে এসেছে। এখানে মরা মানে কমে যাওয়া। ফলে মরার আরেক অর্থ কমে যাওয়া। বিনষ্ট হওয়াও মরা। কিন্তু মড়া? এর অর্থ লাশ, মৃতদেহ। ঐ যে বলেছিল মড়ার আবার জাত কি রে? মড়া এখানে লাশ। মরা আর মড়া শব্দ ব্যবহারে তাই সতর্ক হতে হবে।
মর্মর/মরমর মানে কি? মর্মর অর্থ ১। মার্বেল পাথর ২। শুষ্ক পত্রাদির ঘসঘস শব্দ। শুকনো পাতার শব্দ। কবিতায় এই মর্মর ধ্বনির কথা আছে। যেমন— আজি মর্মর ধ্বনি কেন বাজিল রে? আবার মার্বেল পাথরের কথাও আছে। যেমন— তাজমহলের মর্মরে গাথা কবির অশ্রুজল। এখানে মর্মর মানে মার্বেল পাথর। আবার মার্বেল মানে কাচের তৈরি ছোট ছোট গোলক যা ছেলেরা খেলাধুলা করে। মার্বেলের ইংরেজি মিনিং জানা যাক।
Marble is a metamorphic rock consisting of carbonate minerals (most commonly calcite (CaCO3) or dolomite. — Marble noun = 1. a hard crystalline metamorphic form of limestone, typically white with coloured mottlings or streaks, which may be polished and is used in sculpture and architecture. 2. a small ball of coloured glass or similar material used as a toy. আজ এ পর্যন্তই।