বিজয় থেকে বিজয়ে, ৭১-২৪ স্লোগানকে ধারণ করে মহান বিজয় দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও মহানগর নাট্য সংসদের যৌথ আয়োজনে, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও সাংস্কৃতিক সংগঠন সাহিত্য সংস্কৃতি কেন্দ্রের সার্বিক সহযোগিতায় তিন দিনব্যাপী নাট্য উৎসব গত শনিবার (১৩ নভেম্বর) শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় সম্পন্ন হয়েছে।

সাহিত্য সংস্কৃতি কেন্দ্রের সভাপতি মাহবুব মুকুল'র সভাপতিত্বে অনুষ্ঠিত তিন দিনব্যাপী নাট্য উৎসবের সমাপনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব রেজাবুদ্দৌলা চৌধুরী, বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাট্য নির্দেশক খন্দকার শাহ আলম, মীর মোশারফ হোসেন। অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির সদস্য সচিব হুসনে মোবারকের উপস্থাপনায় অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ, কার্যনির্বাহী সদস্য বেলাল হোসেন অপু, উপস্থিত ছিলেন কালচারাল রিসার্চ সেন্টারের নির্বাহী পরিচালক এমদাদুল হক চৌধুরী, সাহিত্য সংস্কৃতি কেন্দ্রের সেক্রেটারি আল্লামা ইকবাল, সহকারী সেক্রেটারি আব্দুর রহমান ও এম এ তাওহিদ।

১১ ডিসেম্বর বিকেলে নাট্যোৎসব উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভাইস প্রেসিডেন্ট (ভিপি) আবু সাদিক কায়েম। উদ্বোধনী অধিবেশনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শিল্পকলা একাডেমির পরিষদ সদস্য ডা. আবু হেনা আবিদ জাফর। প্রথম দিন তিনটি নাটক মঞ্চস্থ হয়েছে। সেন্টার ফর বাংলাদেশ থিয়েটার (সিবিটি) মঞ্চায়ন করে নাটক - মুক্তির আলো, রচনা ও নির্দেশনা এম এ হামিদ। মহানগর নাট্য সংসদের নাটক - রক্তাক্ত জুলাই, রচনা শফিকুল ইসলাম রুবেল, নির্দেশনা এবিএম নোমান। খন্ড-ৎ নাট্য দলের নাটক ইন্দ্রপতন, মূল গল্প আশরাফ আলী থানুবী, রুপান্তর বাচ্ছাম আব্দুল্লাহ, নির্দেশনা করেন আব্দুল জাব্বার।

দ্বিতীয় দিন ১২ ডিসেম্বর শুক্রবার প্রধান অতিথির বক্তব্য রাখেন কবি ও সম্পাদক জাকির আবু জাফর, বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাট্য পরিচালক শাহজাহান সাজু, শুভেচ্ছা বক্তব্য রাখেন সাইমুম শিল্পী গোষ্ঠীর সাবেক পরিচালক আব্দুল্লাহিল কাফি। এদিন চারটি নাটক মঞ্চায়ন হয়েছে। মল্লিক একাডেমির প্রযোজনায় নাটক হাফেজ জুবায়ের, রচনা ও নির্দেশনা হুসনে মোবারক, রূপনগর থিয়েটারের নাটক মহাবিদ্যা, রচনা মনোজ মিত্র, নির্দেশনা মাহী মাহফুজ, থিয়েটার ছত্রিশ এর নাটক গারদের বন্দি, রচনা হুসনে মোবারক, নির্দেশনা এইচ এম তানভীর হাসান, বাংলা মটর থিয়েটারের নাটক শহীদেরা ফিরে আসে, রচনা স্বজন জহির, নির্দেশনা আব্দুল হাই সেলিম।

নাট্য উৎসবের সমাপনী দিন ১৩ ডিসেম্বর শনিবার তিনটি নাটক মঞ্চস্থ হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় নটনাট্য দলের নাটক রেজাল্ট শিট, রচনা ও নির্দেশনা হুসনে মোবারক, রঙ্গব্যাঙ্গ থিয়েটারের নাটক বঙ্গদর্শন, রচনা ও নির্দেশনা আব্দুল গণি বিদ্বাণ, ঢাকা বিশ্ববিদ্যালয় নাট্য দলের নাটক পদ্ম পাতার গল্পগুলো, রচনা অবনী হোসেন অর্থী, নির্দেশনায় মো: নাজমুল হোসেন।

নাট্য উৎসবে ১০ টি নাটকের রচয়িতা ও নির্দেশকদের সম্মাননা স্মারক এবং অংশগ্রহণকারী নাট্য দলের প্রত্যেক সদস্যদের সনদ বিতরণ করা হয়।