মৃত্তিকা একাডেমি চিত্রাংকন, আবৃত্তি, সংগীত, অভিনয় প্রশিক্ষণ ও সাংস্কৃতিক কর্মকান্ডের মাধ্যমে ৬ এপ্রিল ১৯৯৫ এ যাত্রা শুরু করে। সামাজিক ও সৃষ্টিশীল কাজের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটি তার কর্ম প্রচেষ্টায় পরিচালনা করে আসছে। তারই ধারাবাহিকতায় মৃত্তিকা একাডেমি ২৯তম প্রতিষ্ঠাবার্ষির্কী উপলক্ষে ‘মানুষ মানবিক হতে সংস্কৃতির ভূমিকা’ আলোচনা, মৃত্তিকা পদক -২০২৫ প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান হলো ১৪ জুলাই ২০২৫, সোমবার, সন্ধ্যা ৬:টায় , বিশ্ব সাহিত্য কেন্দ্র মিলনায়তনে।
৯০ দশকের অন্যতম কবি রানা হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: তথ্য মন্ত্রণালয়ের সাবেক তথ্য সচিব ও মৃত্তিকা একাডেমির প্রধান উপদেষ্টা সৈয়দ মার্গুব মোর্শেদ। উদ্বোধক হিসেবে ছিলেন: ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) সাবেক সভাপতি এলাহী নেওয়াজ খান। প্রধান আলোচক হিসেবে ছিলেন: মিডিয়া ব্যক্তিত্ব ও জি-লাইনের সম্পাদক ডাঃ সাখাওয়াৎ হোসেন সায়ন্ত। আলোচক ছিলেন : লেফটেন্যান্ট কর্নেল (অবসরপ্রাপ্ত) পিএসসি মহসিন আলী খান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন : বীর মুক্তিযোদ্ধা ড. ইঞ্জিনিয়ার এম শাহ্ আলম। কবি নাসরীন রহমান, সংগীতপরিচালক মীর হাসান স্বপন। শুভেচ্ছা বক্তব্য রাখেন: কবি হাসান জাকির, কবি বছিরুল আলম নান্নু, গীতিকবি শান্তনা মিঠু, সংস্কৃতি সেবক শামীম রেজা, মৃদুল ইবনে হোসেন ও নাট্যকার পলাশ সরকার।
এবছর বেশ কটি শাখায় মৃত্তিকা পদক ২০২৫- প্রদান করা হয়। সাংস্কৃতিক পর্বে আবৃত্তি করেন রাহিমা আক্তার নীপা, নীলা মন্ডল, দিলরুবা জেফু সহ আরো অনেকে। সংঙ্গীত পরিবেশন করেন শিল্পী মো: শহিদুল্লাহ কায়সার, তাপসী রায় ও নাদিয়া আফরোজ শাওন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নাসরিন গীতি ও যাইন খান প্যারিস।
-মৃদুল ইবনে হোসেন