পাকিস্তানের জনপ্রিয় ইনফ্লুয়েন্সার ও কনটেন্ট ক্রিয়েটর পেয়ারি মরিয়ম আর নেই। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন স্বামী আহসান আলী।

পাকিস্তানি সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, যমজ নের জন্য ব্যথা শুরু হলে মরিয়মকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। কিন্তু প্রসবকালীন জটিলতায় হঠাৎ তার অবস্থা গুরুতর হয়ে পড়ে। চিকিৎসকদের সব প্রচেষ্টা ব্যর্থ করে সন্তান প্রসবের সময়ই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তবে মরিয়মের যমজ দুই ছেলে সম্পূর্ণ সুস্থ রয়েছে।

মরিয়মের মৃত্যুর পর সোশ্যাল মিডিয়ায় নবজাতক সন্তানদের নিয়ে নানা গুজব ছড়িয়ে পড়লে পরিবার জানায়, “আল্লাহর রহমতে আমাদের দুই ছেলে ভালো আছে। অনুগ্রহ করে ভিত্তিহীন তথ্য ছড়াবেন না এবং মরিয়মের জন্য দোয়া করুন।”

তার আকস্মিক মৃত্যুতে অনলাইনে শোকের ছায়া নেমে আসে। সহকর্মী ইনফ্লুয়েন্সার ফাতিমা জাফরি এক বার্তায় জানান, সন্তান জন্মদানের কিছু পরেই মরিয়ম মারা যান। তিনি মরিয়মের আত্মার মাগফিরাত কামনা করেন এবং মাতৃত্বকালীন জটিলতা বিষয়ে সচেতনতা বাড়ানোর আহ্বান জানান।