কান চলচ্চিত্র উৎসবের ৭৮তম আসরে অফিশিয়াল সিলেকশন পেয়েছে আদনান আল রাজীব পরিচালিত ‘আলী’। কানের মূল প্রতিযোগিতা বিভাগে জায়গা করে নেওয়া এটাই প্রথম বাংলাদেশি কোনো স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র!

আসন্ন ১৩ থেকে ২৪ মে ফ্রান্সের কান শহরে বসছে উৎসবের ৭৮তম আসর। সেখানেই স্বল্পদৈর্ঘ্য সিনেমা বিভাগে দেখানো হবে ১৫ মিনিটের এই স্বল্পদৈর্ঘ্যের এই সিনেমাটি।

চলতি মাসের ২৫ এপ্রিল (শুক্রবার) দুপুরে স্বল্পদৈর্ঘ্য বিভাগে মনোনীত সিনেমার তালিকা প্রকাশ করেছে কান কর্তৃপক্ষ। এক সংবাদ বিজ্ঞপ্তিতে ‘আলী’ সিনেমার কানে মনোনয়ন পাওয়ার কথা জানান নির্মাতা নিজেই।

অবশেষে এবার জানা গেল, কান উৎসবে ‘আলী’ টিমের সদস্যদের আসা-যাওয়ার সমস্ত খরচ বহনের ঘোষণা দিয়েছে মন্ত্রণালয়। গতকাল এক সংবাদ সম্মেলনে এমনটা জানান সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। সেখানে ‘আলী’ সিনেমার টিমকে শুভকামনাও জানানো হয় সংস্কৃতি মন্ত্রণালয়ের পক্ষ থেকে।

সম্প্রতি কান উৎসবে জায়গা পাওয়ায় সংস্কৃতি মন্ত্রণালয়ের ডাক পায় টিম 'আলী'। গতকাল সচিবালয়ে উপস্থিত হয়েছিলেন আলী সিনেমার নির্মাতা ও সংশ্লিষ্ট কলাকুশলীরা। তাদের সঙ্গে মতবিনিময় করেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

সে সময় সংবাদ সম্মেলনে সংস্কৃতি উপদেষ্টা বলেন, ‘আমাদের তরুণেরা অলমোস্ট নিজেদের উদ্যোগে অ্যামাজিং জিনিস অর্জন করছে। সরকারের পক্ষ থেকে তাদের ধন্যবাদ দেয়ার জন্যই ডাকা হয়েছে। পাশাপাশি তাদের জন্য কিছু কাজ আমরা করতে চাই। কান উৎসবে আলীর যে টিম যাবে, সংস্কৃতি মন্ত্রণালয় তাদের আসা-যাওয়ার খরচ বহন করবে।’

এ সময় উপদেষ্টা আরও বলেন, ‘এমন অনেক দেশ আছে, যাদের একটি স্বল্পদৈর্ঘ্য সিনেমা কানের অফিশিয়াল সিলেকশনে জায়গা পেলে তাদের ফিল্ম ডেভেলপমেন্ট করপোরেশন একটি প্রতিনিধিদল পাঠায়। সেই দল সেখানে পার্টির আয়োজন করে। এটা মূলত করা হয় ফিল্মমেকারদের কমিউনিকেশন উন্নয়ন করার জন্য। এই যে সফট পাওয়ারকে বাইরে এক্সপোর্ট করার যে কাজ, আমরা সেটা ওই অর্থে এত দিন করিনি। ধীরে ধীরে সেই কাজগুলো শুরু করতে চাই। আলীকে দিয়েই এটা শুরু হচ্ছে। সামনের দিকে বাংলাদেশের হয়ে যারা সম্মান বয়ে আনবে, তাদের সবার পাশে থাকবে সংস্কৃতি মন্ত্রণালয়।’

এদিকে সংস্কৃতি মন্ত্রণালয় থেকে শুভেচ্ছা পেয়ে আপ্লুত ‘আলী’ সিনেমার পরিচালক আদনান আল রাজীব। তিনি নিজ প্রতিক্রিয়া ব্যক্ত করক জানান, ‘আমাদের উৎসাহ দেওয়ার জন্য সংস্কৃতি মন্ত্রণালয়কে ধন্যবাদ। ভবিষ্যতে যারা সিনেমা বানাবে, তাদের জন্য অনুপ্রেরণার হবে। ভালো কাজের সঙ্গে সরকারের সম্পৃক্ততা ভবিষ্যতের জন্য ইতিবাচক হবে।’

ইতিপূর্বে গত ২৫ এপ্রিল ফেসবুকে একটি পোস্ট দিয়ে রাজীব লেখেন, ‘গত বছর আমি কানে একজন প্রযোজক হিসেবে দাঁড়িয়েছিলাম। এ বছর, আমি একজন পরিচালক হিসেবে সেখানে ফিরছি, এবং এবার, আমরা অফিসিয়াল প্রতিযোগিতায় পা রেখেছি! এখানে কেউ একা কিছু করতে পারে না, সিনেমা কারও একক ভ্রমণ নয়। এ এক সুন্দর হৈ হুল্লোর, একত্রে স্পন্দিত অনেকগুলো হৃদয়ের সিম্ফনি।’

উল্লেখ্য, ২০২৪ সালের নভেম্বর মাসে সিলেটে ‘আলী’ সিনেমার দৃশ্যধারণ করা হয়। গল্পের ধারণা দিতে গিয়ে আদনান আল রাজীব বলেন, ‘ব্যক্তিজীবনের ভেতর দিয়ে আমরা একটা অনিবার্য সত্যকে আবিষ্কার করার চেষ্টা করেছি। সহজ-সরল-সুন্দর ঢঙেই কাজটি করার চেষ্টা ছিল আমাদের।’

প্রসঙ্গত, আদনান আল রাজীব পরিচালিত স্বল্পদৈর্ঘ্য সিনেমাটি প্রযোজনা করেছেন বাংলাদেশের তানভীর হোসেন ও ফিলিপাইনের ক্রিস্টিন ডি লিওন। সিনেমাটির প্রযোজনা নির্বাহী ‘রানআউট ফিল্মস’।