‘পৃথিবীর স্বর্গ’ খ্যাত কাশ্মীরের সঙ্গীত জগতে এক অনন্য নাম রাজ বেগম। তিনি ছিলেন কাশ্মীরের প্রথম নারী প্লেব্যাকশিল্পী, যাকে ভালোবেসে বলা হয় ‘কুইন অব মেলোডি’। নয় বছর আগে এই কিংবদন্তি শিল্পী প্রয়াত হলেও তার শিল্পজীবনের গল্প এবার উঠে আসছে চলচ্চিত্রে।
ড্যানিশ রেঞ্জুর পরিচালনায় নির্মিত হয়েছে জীবনীভিত্তিক ছবি ‘সংস অব প্যারাডাইজ’। এখানে রাজ বেগমের চরিত্রে অভিনয় করেছেন সাবা আজাদ। সম্প্রতি মুক্তি পেয়েছে ছবিটির মোশন পোস্টার, যা দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছে। আগামী ২৯ আগস্ট ছবিটি অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পেতে যাচ্ছে।
ছবিটিতে আরও অভিনয় করেছেন সোনি রাজদান, জেইন খান দুরানি ও তুরাক রায়না। কাহিনিতে স্থান পেয়েছে রাজ বেগমের শৈশব, বেড়ে ওঠা, সঙ্গীতে আসার সংগ্রাম এবং কাশ্মীরি সংস্কৃতিকে বিশ্বমঞ্চে পরিচিত করার যাত্রাপথ।
নির্মাতা ড্যানিশ রেঞ্জু বলেন, এই সিনেমা মূলত রাজ বেগমের প্রতি এক শ্রদ্ধাঞ্জলি। তিনি রেডিও কাশ্মীরের প্রথম নারী শিল্পী ছিলেন। এক সময়ে যখন নারীরা সামাজিক বাঁধনে আবদ্ধ ছিলেন, তখন তিনি সংগীতকে বেছে নিয়ে হয়ে উঠেছিলেন সাহসের প্রতীক। সাবা আজাদ অসাধারণভাবে এই চরিত্রটি ফুটিয়ে তুলেছেন।