ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেতা ও প্রযোজক অনন্ত জলিল আবারও আলোচনায় এসেছেন ভিন্ন কারণে। ব্যবসায়ী হিসেবে পরিচিত অনন্ত গার্মেন্টস শিল্প থেকে চলচ্চিত্রে আসেন, আর নায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন নিজের প্রযোজিত সিনেমার মাধ্যমে।

সিনেমায় কাজ করতে গিয়েই তার পরিচয় হয় নায়িকা আফিয়া নুসরাত বর্ষার সঙ্গে। ২০১০ সালে ‘খোঁজ: দ্য সার্চ’ ছবিতে প্রথমবার জুটি বাঁধেন তারা। এরপর প্রায় দেড় যুগে একসঙ্গে অভিনয় করেছেন ‘হৃদয় ভাঙা ঢেউ’, ‘দ্য স্পিড’, ‘মোস্ট ওয়েলকাম’, ‘নিঃস্বার্থ ভালোবাসা’, ‘মোস্ট ওয়েলকাম টু’, ‘দিন দ্য ডে’, ‘কিল হিম’সহ একাধিক ছবিতে। যদিও বাণিজ্যিক সাফল্য সীমিত ছিল, তবুও আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন এই জুটি।

ব্যক্তি জীবনে ২০১১ সালের ২৩ সেপ্টেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হন অনন্ত জলিল ও বর্ষা। সম্প্রতি বর্ষা ঘোষণা দেন, হাতে থাকা কয়েকটি সিনেমার কাজ শেষ করেই অভিনয় থেকে সরে দাঁড়াবেন তিনি। এবার একই পথে হাঁটার ইঙ্গিত দিয়েছেন অনন্ত জলিলও।

নিজের সিদ্ধান্তের ব্যাখ্যা দিতে গিয়ে অনন্ত জানান, তাদের দুই ছেলে বর্তমানে ইংরেজি মাধ্যম ও ইসলামিক শিক্ষার সমন্বয়ে পড়াশোনা করছে।

তিনি বলেন, ওরা দিনে স্কুলে পড়ে, বিকেলে বাসায় শিক্ষক আসে, আবার মাদরাসায়ও যায়। সন্তানরা বড় হচ্ছে, তারা ইসলামি পড়াশোনায় এগোচ্ছে। এ অবস্থায় আমাদের সিনেমায় অভিনয় করতে দেখা তাদের জন্য ঠিক হবে না। তাই আমিও চাই না ওদের সামনে ভিন্ন ছবি তৈরি হোক।

বর্তমানে অনন্ত-বর্ষা জুটির দুটি সিনেমা নির্মাণাধীন ‘দ্য স্পাই’ এবং ‘নেত্রী: দ্য লিডার’। অনন্ত জানান, এই অসমাপ্ত প্রজেক্টগুলো শেষ করার পরই হয়তো তারা অভিনয়কে বিদায় জানাবেন। পাশাপাশি ব্যবসা দেখভালের কারণও উল্লেখ করেন তিনি।

করোনা আর রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে ব্যবসার চাপ বেড়েছে। সেদিকেও সময় দিতে হচ্ছে। নাহলে অনেক মানুষের কর্মসংস্থান হুমকির মুখে পড়বে, বলেন তিনি।