বলিউড সুপারস্টার আমির খান স্পষ্টভাবে বলেছেন, ইসলাম ধর্ম কোনোভাবেই মানুষ হত্যার অনুমোদন দেয় না। সম্প্রতি কাশ্মিরের পেহেলগামে ঘটে যাওয়া সন্ত্রাসী হামলার প্রেক্ষিতে তিনি ধর্ম ও সহিংসতার সম্পর্ক নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন।

এক সাক্ষাৎকারে আমির খান বলেন, “আমি একজন গর্বিত মুসলিম, পাশাপাশি গর্বিত ভারতীয়। ধর্ম মানে মানবতা, আর ইসলাম কখনোই নিরীহ মানুষকে হত্যা করতে শেখায় না।”

তিনি বলেন, “যারা ধর্মের নামে সন্ত্রাস চালায়, তারা ইসলামের মূল শিক্ষা লঙ্ঘন করছে। আমি তাদের মুসলিম মনে করি না।”

আমির খান জানান, ইসলাম ধর্মে পরিষ্কারভাবে বলা হয়েছে, নারী, শিশু এবং নিরীহ মানুষকে হত্যা করা নিষিদ্ধ। বরং দুর্বলদের রক্ষা করাই ধর্মের নির্দেশ।

তিনি যোগ করেন, “যারা এই শিক্ষা মানে না, তারা শুধু ইসলাম নয়, মানবতারও শত্রু।”

পেহেলগাম নিয়ে কঠোর প্রতিক্রিয়া

কাশ্মিরের পেহেলগামে নিরীহ মানুষের ওপর হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে আমির বলেন, “এই হামলাকারীরা শুধু সমাজ নয়, ধর্মকেও কলঙ্কিত করেছে। পেহেলগাম কাণ্ডের জঙ্গিদের আমি মুসলিম বলেও মনে করি না।”

এই মন্তব্যের পাশাপাশি অভিনেতা তার নতুন ছবি ‘সিতারে জমিন পর’ নিয়েও কথা বলেন। ২০ জুন মুক্তি পেতে যাওয়া ছবিতে তিনি অভিনয় করছেন একজন বাস্কেটবল কোচের চরিত্রে, যিনি শাস্তিস্বরূপ প্রশিক্ষণ দিতে বাধ্য হন বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের।

পরিচালনা করছেন আর. এস. প্রসন্ন, ছবিতে থাকছে নতুন প্রজন্মের ১০ জন নবাগত অভিনয়শিল্পী।

আমিরের মতে, “এই সিনেমা শুধু বিনোদন নয়, এটা মানবিকতা ও সহানুভূতির শিক্ষাও দেবে।”

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস