DailySangram-Logo-en-H90
ই-পেপার আজকের পত্রিকা

চলচ্চিত্র

অর্চিতা স্পর্শিয়া

রোজা সহজ হোক

‘রমজান হলো আত্মা, মন ও শরীরকে পরিশুদ্ধ করার মাস। আপনার রোজা সহজ হোক, প্রার্থনা কবুল হোক এবং হৃদয় কৃতজ্ঞতায় পরিপূর্ণ হোক। রমজান মোবারক।’ সেই পোস্টের কমেন্ট বক্সে এক নেটিজেন লিখেছেন, ‘রমজানের অনেক অনেক শুভেচ্ছা।’ আরেকজনের কথায়, ‘দোয়া এবং ভালোবাসা রইলো রামাদান মুবারাক।’

অনলাইন ডেস্ক
image-535606-1740992889

পবিত্র রমজান উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্ট দিয়েছেন অর্চিতা স্পর্শিয়া। সেখানে উল্লেখ করেছেন, ‘রোজা সহজ হোক, প্রার্থনা কবুল হোক।’

অর্চিতা স্পর্শিয়া অভিনয় জীবনে পাশাপাশি ‘প্যারাসুট’ তেলের বিজ্ঞাপনের মাধ্যমে দর্শকমহলে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছিল। ‘বন্ধু তিন দিন’ শিরোনামের সেই বিজ্ঞাপনটি দর্শকমহলে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছিল। এরপর নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন।

অর্চিতা একটি ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘রমজান হলো আত্মা, মন ও শরীরকে পরিশুদ্ধ করার মাস। আপনার রোজা সহজ হোক, প্রার্থনা কবুল হোক এবং হৃদয় কৃতজ্ঞতায় পরিপূর্ণ হোক। রমজান মোবারক।’ সেই পোস্টের কমেন্ট বক্সে এক নেটিজেন লিখেছেন, ‘রমজানের অনেক অনেক শুভেচ্ছা।’ আরেকজনের কথায়, ‘দোয়া এবং ভালোবাসা রইলো রামাদান মুবারাক।’

প্রসঙ্গত, অর্চিতা স্পর্শিয়া মডেলিং ও টিভি বিজ্ঞাপনের পাশাপাশি তিনি নাটকে অভিনয় করেও বেশ সুনাম অর্জন করেছেন। এয়ারটেল পরিচালিত ‘ইম্পসিবল-৫’ এ অভিনয় করে ২০১৩ সালে অভিনেত্রী হিসেবে জনপ্রিয়তা লাভ করেন।