জুলাই মাসের প্রথম দিনে মুক্তি পেয়েছে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র জুলাই ৩০৩।

মুক্তির পরেই চলচ্চিত্রটি সোশ্যাল মিডিয়ায় বেশ সাড়া ফেলেছে৷ আজিজ হাকিমের চিত্রনাট্য ও পরিচালনায় নির্মিত এই চলচ্চিত্রটির গল্প লিখেছেন কবি ইসলাম তরিক। প্রযোজনা করেছেন সিয়াম আবদুল্লাহ।

ইতিপূর্বে ৮ জুলাই ঈদুল আযহার ২য় দিনে সিরাজগঞ্জের ইবনে হাইসাম বিজ্ঞান মাদ্রাসা অডিটোরিয়ামে প্রিমিয়ার করা হয়। উক্ত প্রিমিয়ারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব মাওলানা শাহিনুর আলম। সমীরণ সাহিত্য সাংস্কৃতিক সংসদের আয়োজনে উক্ত প্রিমিয়ার অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব মামুনুর রশিদ।

অনুষ্ঠানে বক্তারা জুলাইয়ের স্প্রিরিট ধরে রাখার জন্য এমন কালচারাল আয়োজন নিয়মিত হওয়া উচিত বলে মত ব্যক্ত করেন।

বৃত্ত ফিল্ম ইউটিউব চ্যানেলে মুক্তিপ্রাপ্ত এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে জুলাই অভ্যুত্থানের সাধারণ মানুষের অংশগ্রহণ ও ত্যাগের কথা উঠে এসেছে। একই সাথে জুলাইয়ের বেশ কয়েকটি আইকনিক দৃশ্যের রিমেক করা হয়েছে। ৩৭ মিনিট দৈর্ঘ্যের এই চলচ্চিত্রে রয়েছে দেশভিত্তিক একটি গান। গানের সুর করেছেন শেখ মুহাম্মদ ওয়ালিউল্লাহ, কণ্ঠ দিয়েছেন তাসনিম আলম।

চলচ্চিত্রের কমেন্টবক্সে স্বপন সওদাগর নামে একজন বলেন অসাধারণ শর্টস। এই ধাঁচে আরো হাজার হাজার ফিল্ম তৈরি করা দরকার।

চলচ্চিত্রটি নিয়ে সংগ্রামকে বলেন- ফ্যাসিবাদ বিলুপ্তির জন্যই জুলাই। আবার যেন কখনো ফ্যাসিবাদী শক্তি ফিরে না আসতে পারে, সেই জন্য আমাদের সাংস্কৃতিক অগ্রযাত্রা জারি রাখা দরকার৷ একই সাথে দেশের সকল নির্মাতাকে এগিয়ে আসতে হবে।

এতে অভিনয় করেছেন আবু সাইদ খান, তাজবীহ সাদ, বাহারুল ইসলাম হিরা, তাজওয়ার, আব্দুল জাব্বারসহ ঐতিহ্য ও শীতলক্ষ্যা সাহিত্য সাংস্কৃতিক সংসদের একঝাঁক অভিনয় শিল্পী। এটি নারায়ণগঞ্জের বিভিন্ন স্পটে নির্মাণ করা হয়েছে।

-আজিজ হাকিম