ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ইমেরিটাস অধ্যাপক, কথাসাহিত্যিক, প্রাবন্ধিক সৈয়দ মনজুরুল ইসলাম আর নেই।

রাজধানীর ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার বিকাল ৫টায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।

জাতীয় কবিতা পরিষদের সভাপতি মোহন রায়হান ও সাধারণ সম্পাদক রেজাউদ্দিন স্টালিন এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

বিবৃতিতে জানানো হয়, জাতীয় কবিতা পরিষদের উদ্যোগে আগামীকাল শনিবার বেলা ১১টায় সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে সৈয়দ মনজুরুল ইসলামের মরদেহ রাখা হবে। বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদে জানাজা শেষে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে।

সর্বস্তরের জনসাধারণকে এই বরণ্যে শিক্ষাবিদ ও দেশের খ্যাতিমান লেখকের প্রতি শেষ সম্মান জানানোর জন্য শনিবার কেন্দ্রীয় শহীদ মিনারে উপস্থিত হওয়ার জন্য তারা উদাত্ত আহ্বান জানান।

বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত দেশবরণ্যে কথাসাহিত্যিক সৈয়দ মনজুরুল ইসলাম গত শুক্রবার ম্যাসিভ হার্ট অ্যাটাক নিয়ে হাসপাতালের সিসিইউতে ভর্তি ছিলেন।

তিনি স্ত্রী সানজিদা ইসলাম, একমাত্র পুত্র সাফাকাত ইসলামসহ অগণিত ছাত্র, ভক্ত, অনুরাগী রেখে গেলেন।