সাহিত্য সংস্কৃতি কেন্দ্রের উদ্যোগে জাতীয় জাগরণের কবি ফররুখ আহমদ স্বরণে "২৪ গণঅভ্যুত্থানোত্তর বন্দবস্তে ফররুখ চেতনা" শীর্ষক আলোচনা সভা গত রোববার বিকেলে জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
সাহিত্য সংস্কৃতি কেন্দ্রের সভাপতি মাহবুব মুকুল'র সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি, সাবেক রাষ্ট্রদূত প্রফেসর ড. আনোয়ারউল্লাহ চৌধুরী। তিনি বলেন, ফররুখ আহমদ পুনর্জাগরণের কবি, একটা জাতির মুক্তি নিহিত রয়েছে ফররুখের কবিতায়, সেই হিসেবে জুলাই গণঅভ্যুত্থানের সাথে কবি ফররুখ আহমদ'র সংযোগ রয়েছে। জুলাই বিপ্লবের পর বাংলাদেশ যেখানে এসে দাঁড়িয়েছে সেখানে ফররুখের কবিতা আজ খুব প্রাসঙ্গিক। কবি ফররুখের যে স্বীকৃতি প্রাপ্য ছিল তা কবির জীবদ্দশায় পাননি। কবিকে শুধুমাত্র মুসলিম রেনেসাঁর কবি বলে একটি ভাগে বিভাজন করা ঠিক না, তিনি বিশ্ব মানবতার কবি।
আব্দুর রহমান ও এম এ তাওহিদের উপস্থাপনায় অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইতিহাস গবেষক, সমাজ ও সংস্কৃতি চিন্তক শাহ আবদুল হালিম, সমকালীন বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি ও সম্পাদক মোশাররফ হোসেন খান। অন্যান্য অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন কবি জাকির আবু জাফর, কবি পুত্র এস এম ওয়াহিদুজ্জামান। কি-নোট উপস্থাপন করেন ফররুখ গবেষণা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক মোহাম্মদ জসিম উদদীন। কবিতা আবৃত্তি করেন মিডিয়া ব্যক্তিত্ব শরীফ বায়জীদ মাহমুদ, সৈয়দ আল জাবের, আরো বক্তব্য রাখেন কালচারাল রিসার্চ সেন্টারের নির্বাহী পরিচালক এমদাদুল হক চৌধুরী, নাবিক সাহিত্য সাংস্কৃতিক সংসদের সভাপতি কবি সালেহ মাহমুদ, কবি নজরুল সংসদের সভাপতি প্রফেসর মঈন উদ্দিন, কবি মঈন মুনতাসীর প্রমুখ। ফররুখের গান পরিবেশন করেন মহানগর শিল্পীগোষ্ঠীর সদস্যবৃন্দ। বক্তাগণ পাঠ্যপুস্তকে কবি ফররুখ আহমদের কবিতা পূণরায় অন্তর্ভুক্তির দাবি জানান। প্রেসবিজ্ঞপ্তি।