দার্শনিক ও রাষ্ট্রচিন্তক কবি ফরহাদ মজহার বলেছেন, একটি জাতি গঠনের জন্যে সাহিত্য ও সাহিত্য সংগঠন খুবই গুরুত্বপূর্ণ। সাহিত্য সমৃদ্ধ জনগোষ্ঠীকে কেউ পরাজিত করতে পারে না। এ প্রসঙ্গে তিনি লক্ষ্মীপুর জেলা সাহিত্য সংসদ এর ২৬ বছরের ঐতিহ্যবাহী কৃতকর্মের ভূয়সী প্রশংসা করেন। লক্ষ্মীপুর জেলা সাহিত্য সংসদ এর ২৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী সাহিত্য উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সাহিত্য সংসদ এর সভাপতি ডা. মো সালাহউদ্দিন শরীফ এর সভাপতিত্বে সভায় “জুলাই বিপ্লব এবং আমাদের সাহিত্য” শীর্ষক প্রবন্ধ পাঠ করেন সাহিত্য সংসদ এর সাধারণ সম্পাদক গাজী গিয়াস উদ্দিন।

অতিথি বক্তা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টাডি ফোরাম এর উপদেষ্টা মো. আলাউদ্দিন, কবি ও প্রাবন্ধিক জসীম উদ্দীন মুহম্মদ, কবি ও চলচ্চিত্র পরিচালক মোহাম্মদ রোমেল, চাঁদপুর সাহিত্য মঞ্চের প্রতিষ্ঠাতা সভাপতি কবি মাইনুল ইসলাম মানিক, লক্ষ্মীপুর সরকারি মহিলা কলেজ এর অধ্যক্ষ প্রফেসর খন্দকার ইউসুফ হোসেন, রায়পুর সরকারি কলেজ এর সাবেক অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আলাউদ্দিন, পুলিশ লাইন্স কলেজ এর অধ্যক্ষ সাইফুল ইসলাম তপন, মানবাধিকার নেতা শামছুল করিম খোকন, মোরশেদ আলম হাওলাদার, মাহবুবুর রশীদ চৌধুরী, এডভোকেট নুর মোহাম্মদ ও ছাত্রনেতা আরমান হোসেন প্রমুখ।

সহকারী অধ্যাপক রাফি নাহিদ, সাখাওয়াত হোসেন এবং ফাহমিদা মাহবুব রূপার সঞ্চালনায় পরে কবিগণ বৈষম্যবিরোধী কবিতা পাঠ করেন।