DailySangram-Logo-en-H90
ই-পেপার আজকের পত্রিকা

গণমাধ্যম

আসিয়ার ওপর বর্বর যৌন নিপীড়নের ঘটনায় তীব্র নিন্দা

এ ধরনের ঘৃণ্য অপরাধ শুধু একজন শিশুর জীবনকে ধ্বংস করে না, বরং এটি আমাদের সমাজের নৈতিক অবক্ষয়ের এক ভয়াবহ চিত্র তুলে ধরে।

অনলাইন ডেস্ক
1721139184-b413277db4853987515741c31a9d1686

সম্প্রতি ৮ বছর বয়সী শিশু আসিয়া বর্বর ও নৃশংস যৌন নিপীড়নের শিকার হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছে। নিরাপদ বাংলাদেশ চাই– এর মুখপাত্র রায়হান উদ্দীন এই নির্মম ও পৈশাচিক ঘটনার বিরুদ্ধে তীব্র নিন্দা ও ক্ষোভ ব্যক্ত করেছেন।

তিনি বলেছেন: “এ ধরনের ঘৃণ্য অপরাধ শুধু একজন শিশুর জীবনকে ধ্বংস করে না, বরং এটি আমাদের সমাজের নৈতিক অবক্ষয়ের এক ভয়াবহ চিত্র তুলে ধরে।” আমরা সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আহ্বান জানাই—অপরাধীদের অবিলম্বে গ্রেফতার করে দ্রুতবিচার ট্রাইব্যুনালের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। সেই সঙ্গে, ভুক্তভোগী শিশুটির সর্বোত্তম চিকিৎসা ও পুনর্বাসন নিশ্চিত করতে হবে।

এছাড়াও বর্তমানে দেশব্যাপী ক্রমবর্ধমান অপরাধ, নারী ও শিশু নির্যাতন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি আমাদের গভীরভাবে উদ্বিগ্ন করছে। অপরাধীরা একের পর এক জঘন্য অপরাধ করলেও যথাযথ বিচার না হওয়ায় বিচারহীনতার সংস্কৃতি তৈরি হয়েছে। এর ফলে সাধারণ জনগণ নিজেদের নিরাপত্তাহীন মনে করছে, যা কোনো সভ্য সমাজের জন্য কাম্য নয়।

এ বিষয়ে নিরাপদ বাংলাদেশ চাই সংগঠনের মুখপাত্র বলেন: “দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতির দিকে যাচ্ছে। ধর্ষণ, খুন, চাঁদাবাজি ও সহিংসতা প্রতিনিয়ত বাড়ছে, কিন্তু অপরাধীদের শাস্তি নিশ্চিত না হওয়ায় সাধারণ মানুষ ভীত ও আতঙ্কিত। আমরা সরকার ও প্রশাসনের কাছে দাবি জানাই, অবিলম্বে কার্যকর ব্যবস্থা গ্রহণ করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে হবে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।”

আমরা তীব্র দাবি জানাই, শিশু আসিয়ার যৌন নিপীড়নের ঘটনায় দ্রুত বিচার নিশ্চিত করে দোষীদের সর্বোচ্চ শাস্তি দিতে হবে, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে কঠোর আইন প্রয়োগ নিশ্চিত করতে হবে, দেশে চলমান নৈরাজ্য ও আইনশৃঙ্খলার অবনতি রোধে কার্যকর পদক্ষেপ নিতে হবে, অপরাধীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে বিচারহীনতার সংস্কৃতি বন্ধ করতে হবে এবং পারিবারিক, সামাজিক ও শিক্ষাপ্রতিষ্ঠান পর্যায়ে নৈতিক শিক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির কার্যকর উদ্যোগ নিতে হবে।

আমরা সাধারণ ছাত্র-জনতার প্রতি আহ্বান জানাই—এই অমানবিকতার বিরুদ্ধে সোচ্চার হোন, ন্যায়বিচারের দাবিতে ঐক্যবদ্ধ হোন। শিশু আসিয়ার প্রতি বর্বরতার বিরুদ্ধে আমরা একসঙ্গে রুখে দাঁড়াব এবং নিরাপদ বাংলাদেশের জন্য কার্যকর উদ্যোগ গ্রহণ করব।