ওমর বিশ্বাস

এলিয়েনদের সমস্যা হচ্ছিল একটার পর একটা। পৃথিবীর মানুষদের নিয়ে তাদের স্টাডির একটা বড় ভুল ছিল এখানে পনেরোশ কোটি মানুষ পনেরোশ রকমের - এটা মাথায় না রাখা। যার ফলে তাদের বিপর্যয় নেমে আসে। প্রাকৃতিক বিষয়াদিও যে বৈজ্ঞানিক ধ্যান-ধারণার অহংকার দুমড়ে দিতে পারে তা তাদের জানা ছিল না। তারা দেরিতে বুঝতে পারে তাদের যা কিছু আছে তার পাল্টা কিছুও আবিষ্কার হতে পারে এবং তা সম্ভব। যার ফলে পৃথিবীতে এতো অস্ত্র। আর অস্ত্রগুলো পয়সার মতো ঝুনঝুন করলেও শক্তিতে সমান সমান কোনো দেশ অন্য কোনো দেশের সাথে যুদ্ধ বাঁধাতে যায় না। ওটাকে শারীরিক মল্লযুদ্ধের মধ্যেই সীমাবদ্ধ রাখতে চায়। এই বিষয়টা যারাই এদের পাঠাক তারা মাথায় রাখেনি। এটা বড় একটা ভুল ছিল।

এইখানেই সুযোগ নিতে চায় আসিফরা। তারা আঘাত হানবে একে একে। পোহরা তো ওত পেতে আছে শুধু আসিফের জন্য। তারা জানে আসিফই তাদের মূল শত্রু। অথচ একই ঘটনা যে অন্যদের কাছ থেকেও ঘটতে পারে সেটাও তারা মাথায় রাখেনি।

আসিফরা অনেক ব্যস্ত এখন। কেউ না কেউ ঘুরে ফিরে মোবাইল নিয়ে ব্যস্ত থাকছে। এরমধ্যে একটা নতুন তথ্য নিয়ে দারুণ হইচই করে। সেটা ধরেই এগুতে চায়। সবাই একমত হয়েছে বৃষ্টির দিনেই আসিফ এরকম সংযোগ পেয়েছে। সেই বৃষ্টির দিনে ফ্রিকোয়েন্সি পাবার চেষ্টা করছে। এরজন্য তাদের তার লাগবে। এই বিশেষ তারের জন্য হয় শহরে যেতে হবে না হলে অন্য কোনোভাবে সংগ্রহ করতে হবে। তার এভেইলেবেল। শুধু হাতের কাছে নাই। আসিফের তারটা টুকরো করলে অনেক ছোট হয়ে যাবে। এতে কারোরই কাজ হবে না। ইলেট্রিকের দোকানে এই তার পাওয়া যায়। একদম সাধারণ তার। তারা এ্যালুমিনিয়ামের তার ছাড়া হাতের কাছে অন্য যেসব তার পাবে সেগুলো দিয়েও চেষ্টা করবে।

আসিফরা এলিয়েনদের নেটওয়ার্কের ভিতরে কি আছে দেখতে চায়। তারা কীভাবে তার ভিতরে যাবে চিন্তা করতে থাকে। যেভাবেই হোক ওদের আটকাতেই হবে। তারা বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেবে না, যেতেও দেবে না। তারা আত্মবিশ্বাসী হয়ে ওঠে, সামান্য থেকে যখন এতো কিছু নিশ্চয়ই আরো বড় কিছু করা সম্ভব। এই রহস্য তাদের উদঘাটন করতেই হবে।আসলে দুই গ্রুপ, আসিফরা ও এলিয়েনরা, দুই রকম চিন্তা করে কাজ করছে। নিজেরা নিজেদের মতো অনুমান করে করছে। অন্যের সম্পর্কে তাদের কারোরই ধারণা নাই। আসিফরা জানতে চায় ওরা কারা? ওদের উদ্দেশ্য মনে হচ্ছে খারাপ। ওদের যে করেই হোক ধরতে হবে। না পারলে অন্তত এখান থেকে তাড়াতে হবে। এখানে কোনো ক্ষতি ওদের করতে দেওয়া যাবে না। আর এলিয়েনরা চিন্তা ভাবছে অন্যরকম। কেউ কারোরটা জানে না। যা হচ্ছে সব এমনি এমনি হচ্ছে। ওরা আসিফের ব্যাপারে চিন্তিত। ও কত শক্তিশালী এটা বুঝে তাদের কাজ করতে হবে। (চলবে)