ওমর বিশ্বাস
ইদানীং উপগ্রহটি মাঝেমধ্যে রাত কাঁচা থাকতেই চলে আসে। তারা তাদের মিশন জোরদার করেছে। তাদের কথা হলো পৃথিবীতে যখন সফলভাবে অবতরণ করেছি তাহলে দেরি করে লাভ কি? মানুষের জানাজানির আগেই কয়েকটা ছোটখাটো অপারেশন করে নেওয়া যায়। এজন্য তারা প্লান-বি পদ্ধতি ব্যবহার করতে পারে। প্রতি ধাপের একটা নির্দিষ্ট টার্গেট পয়েন্ট ঠিক করা আছে। সেই টার্গেট পুরো হলেই পরবর্তী ধাপে যেতে পারে। এই সিদ্ধান্ত অভ্যন্তরীণভাবে সবাই মিলে নিতে পারে। মূল জায়গায় জানালেই হলো। আবার সম্পূর্ণটা শেষ করেও পরবর্তী পদক্ষেপ নেওয়া যায়।
এই দেরি করা না করা নিয়ে তাদের নিজেদের মধ্যে মতোভেদ দেখা দিয়েছে। মতামত দুই গ্রুপে বিভক্ত হয়ে যাওয়ায় তারা কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি। মূলত বিতর্ক এই জায়গায়। উভয়গ্রুপের যুক্তি আলাদা আলাদা লিখে একত্রে পাঠানো হয়েছে হেডকোয়ার্টারে। সেখানে যাচাইবাছাই করে দেখা হবে। তারপর সিদ্ধান্ত। তারপর কাজে নেমে পড়া। এর জন্য ঝুলে আছে অনেক কিছু। তবে অন্যান্য কাজ চলছে যথারীতি।
যারা দেরির পক্ষে ছিল তারা এমনিতেই সিদ্ধান্ত দেরিতে আসবে বলে স্বস্তি পেল। কোনো বিষয়ে জটিলতা সৃষ্টি হলে হেডকোয়ার্টার সহজে তাড়াহুড়ো করে কোনো মতামত বা সিদ্ধান্ত দেয় না । তারা ধরে নেয় তাদের কাছে সিদ্ধান্ত চাওয়া মানে সেটা অবশ্যই গুরুত্বপূর্ণ কিছু। না হলে তো নিজেরাই সমাধান করে নিতে পারতো। যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তাদের বলা আছে। স্বাধীনতা দেওয়া আছে। পক্ষে-বিপক্ষে যু্িক্ততর্ক হতে পারে। এক্ষেত্রে তারা একেবারে স্বাধীন। এতে কোনো পক্ষকেই দোষারোপ করা যাবে না। ব্যক্তিগতভাবে কেউ কাউকে আক্রমণ করতে পারবে না। যে কেউ যে কোনো সময় তাদের স্বাধীন মতামত ব্যক্ত করতে পারবে। তা যদি অন্য সবার বিপক্ষেও যায় কেউ রাগ করতে পারবে না। কেউ কারোর বিরুদ্ধে যেতে পারবে না।
শৃঙ্খলার ব্যাপারে তাদের একমত থাকতে হবে। যদি মিশন ব্যর্থ হয় তাহলে পৃথিবীর মানুষের জন্য হবে, নিজেদের জন্য যেন না হয় Ñ এটা তাদের নিজস্ব একটা দর্শন। তবে মিশন ব্যর্থ হতে দেওয়া যাবে না। পৃথিবীর মানুষের ওপর আধিপত্য ও প্রভাব বজায় রেখে কাজ করতে হবে। তারা যেন সম্পূর্ণ এলিয়েনবাসীর নিয়ন্ত্রণে চলে আসে। এর জন্য যদি মিশনের কাজে দেরিও হয় তবু সমস্যা নাই।
কোনো বিষয়ে সিদ্ধান্ত চাওয়া হলে হেডকোয়ার্টার যে সিদ্ধান্ত দেবে সেটা ফাইনাল। যদি ফিল্ডের লোকজন মনে করে এমার্জেন্সি কিছু আছে তবে তারা সেটাকে আগে নিয়ে আসবে। এ ব্যাপারে উপর থেকে সিদ্ধান্ত আসবে।
এর আগে একবার বিতর্ক হয়েছিল দিনের বেলাতেও থাকবে কিনা তা নিয়ে। তখন শেষমুহূর্তে সকলে একমত হয় যে দিনে কাজ করা আপাতত তাদের জন্য নিরাপদ নয়। খুব সকালে কিছু লোক হঠাৎ হঠাৎ এদিকটাতে চলে আসে মর্নিংওয়ার্ক করার জন্য। তাদের দ্বারা সমস্যা হতে পারে। জেনে যেতে পারে তারা। প্রয়োজন হলে তারা পরে আবার সিদ্ধান্ত নেবে এখানে টানা অবস্থান করার ব্যাপারে। (চলবে)