লক্ষ্মীপুর জেলা সাহিত্য সংসদ আয়োজিত “ জসীম উদদীন - ফররুখ আহমদ - আল মাহমুদ বক্তৃতা মালা “ ২৫ অক্টোবর ২০২৫ বিকেলে লক্ষ্মীপুর প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

সাহিত্য সংসদ এর সভাপতি ডা মো সালাহউদ্দিন শরীফ এর সভাপতিত্বে তিন কবির কাব্যধারা নিয়ে প্রারম্ভিক প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনের সাধারণ সম্পাদক গাজী গিয়াস উদ্দিন। বক্তৃতা মালায় মুখ্য বক্তা ছিলেন নোয়াখালী সরকারি কলেজ এর বাংলা বিভাগ এর সহযোগী অধ্যাপক রাকিবুল আহছান কবীর। তিন কবির কাব্যধারার মিল- অমিল বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন চাঁদপুর সরকারি কলেজ এর বাংলা বিভাগ এর সহযোগী অধ্যাপক মো. সাইদুজ্জামান এবং তিন কবির কাব্যধারার ঐক্য বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন প্রাবন্ধিক ও কবি ম. পানা উল্লাহ। আলোচনায় অংশ নেন কবি মুজতবা আল মামুন।

বক্তাগণ বাংলা সাহিত্যের এ তিনজন বিশিষ্ট কবির স্বদেশের মাটিলগ্ন ও মানব সম্পৃক্ত কাব্য অবদান ও কৃতিত্বের কথা তুলে ধরেন।

কবিত্রয়ের কবিতা থেকে আবৃত্তি করেন মলয় কর্মকার, ফারহানা আক্তার দৃষ্টি, রাবিয়া রায়হানা ও অন্বেষা দেবনাথ।

সাহিত্য সংসদ এর যুগ্ম সম্পাদক ফখরুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন পরিসংখ্যান উপপরিচালক খালেদ সাইফুল্লাহ, সাহিত্য সংসদ এর আজীবন সদস্য মাহবুবুর রশীদ চৌধুরী ও ইসমাইল খান সুজন, রুস্তম আলী ডিগ্রি কলেজ এর সহকারী অধ্যাপক জসীম উদ্দীন, কবি নাদিরা সুলতানা ( নোয়াখালী), কবি কাজী সাইফ ( চাঁদপুর), সাহিত্য সংসদ এর যুগ্ম সম্পাদক কাওছার বিন জামান ও হাসিনা আক্তার, অর্থ সম্পাদক রায়হানুল ইসলাম, বিশেষ সম্পাদক ফুয়াদ হাসান, নির্বাহী সদস্য তাহাসিন আহসান, সাংবাদিক নুরুল আলম চৌধুরী বাবু, কবি অ আ আবীর আকাশ, আদর্শ সামাদ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবদুর রহমান, সহকারী শিক্ষক মোরশেদ আলম, সবুজ বাংলাদেশ সভাপতি শাহীন আলম, লক্ষ্মীপুর সরকারি কলেজ শিক্ষার্থী মো. ফারবেজ, কবি ও সাংবাদিক হোসাইন মো. রাসেল ও সাংবাদিক সাফায়েত সাকিব প্রমুখ।