সংকল্প
কাজী নজরুল ইসলাম
থাকব না কো বদ্ধ ঘরে
দেখব এবার জগৎটাকে-
কেমন করে ঘুরছে মানুষ
যুগান্তরের ঘূর্ণিপাকে।
দেশ হতে দেশ দেশান্তরে
ছুটছে তারা কেমন করে,
কিসের নেশায় কেমন করে
মরছে যে বীর লাখে লাখে,
কিসের আশায় করছে তারা
বরণ মরণ-যন্ত্রণাকে।।
কেমন করে বীর ডুবুরী
সিন্ধু সেঁচে মুক্তা আনে,
কেমন করে দুঃসাহসী
চলছে উড়ে স্বর্গপানে।
জাপটে ধরে ঢেউয়ের ঝুঁটি
যুদ্ধ-জাহাজ চলছে ছুটি,
কেমন করে আঞ্ছে মানিক
বোঝাই করে সিন্ধু-যানে,
কেমন জোরে টানলে সাগর
উথলে ওঠে জোয়ার বানে।
রইব না কো বদ্ধ খাঁচায়,
দেখব এ-সব ভুবন ঘুরে-
আকাশ বাতাস চন্দ্র-তারায়
সাগর-জলে পাহাড়-চুঁড়ে।
আমার সীমার বাঁধন টুটে
দশ দিকেতে পড়ব লুটেঃ
পাতাল ফেড়ে নামব আমি,
ওঠব আবার আকাশ ফুঁড়েঃ
বিশ্ব-জগৎ দেখব আমি
আপন হাতের মুঠোয় পুরে।।
(সংক্ষেপিত)