খুকুর রাগ
আনোয়ার আল ফারুক
গাল ফুলালো খুকুমনি
খাবে না আর ভাত,
না খেয়ে সে কেটে দেবে
আজকে সারারাত।
ভাই বলেছে ওগো খুকু
ভাঙ্গো তোমার রাগ,
চ্যাঁচিয়ে কয় খুকুমণি
এখান থেকে ভাগ্।
মা ডেকেছে আদর করে
ওরে খুকু আয়,
কিন্তু খুকু দেয় না আজ-ই
কোন রকম সায়।
খাটের কোণে বসে রইল
মুখটি ভীষণ ভার,
কার যে সাধ্য আছে এবার
রাগ ভাঙাবে তার?
বাবা এসে ডাকল খুকু
কইরে আমার মা,
ভাবল খুকু মান অভিমান
এখনতো আর না।
দৌড়ে গিয়ে চড়ে বসল
বাবাজানের কোল,
খই ফুটেছে খুকুমণির
বলছে কত্তো বোল।
কোথায় গেল রাগ যে খুকুর
কোথায় গেল মান,
ভাই যে তার আদর করে
টেনে দিলো কান।
হেমন্তের পিঠা খই
হানিফ রাজা
হেমন্তকাল এলে হাওয়ায়
বহে ঠান্ডা বেশ,
চুলায় জ্বলে খড়ের আঁচে
মিষ্টি পিঠার রেশ।
ধান কাটা শেষ, চাষার ঘরে
আনন্দেরই ঢল,
চালের গুঁড়ো, খেজুর গুড়ে
পিঠা গড়ার কল।
ভাঁপা, চিতই, দুধে ভেজা,
পাটিসাপটা দই,
শিশুর মুখে হাসি ফোটে-
আমন ধানের খই।
দাদির হাতে রসের ছোঁয়া,
গল্পে গল্পে মাত,
হেমন্তকাল মন যে মাতায়
উৎসবেরই সাথ।
বাঘ মামা
শ্যামল বণিক অঞ্জন
ঘরে ফিরেই বাঘ মামাটা রেগে হলেন হট
কে আছিসরে! ডিনার সাজা জলদি ফটাফট,।
ভয়ের ঠ্যালায় দাস দাসীরা কাঁপলো থরোথর!
গিন্নী বলেন- ‘এসেই কেন তুললে মাথায় ঘর?
এমন কথা শুনে মামা ক্ষোভে পড়েন ফেটে
‘না চেঁচিয়ে উপায় কি আর ভীষণ ক্ষিদে পেটে!
‘দেরী করার নেই তো সময় আনতে বলো খাবার,
‘সারাটা দিন এলাম খেটে, বলছো কথা আবার,!
গিন্নী বলেন, ফ্রেশ হয়ে নাও দিচ্ছি খাবার এনে,
‘মাঝে মাঝে কষ্ট এমন হয় গো নিতে মেনে!
পাঠ
আনোয়ারুল ইসলাম
প্রকৃতি আর তরুলতা
ফুল ফসলের মাঠ
পশুপাখি ফড়িং ছানা
সব-ই আমার পাঠ।
চাঁদ সুরুজ আর গ্রহতারা
নদী সাগর জল
বন বনানী উঁচু পাহাড়
তার ঝরনার ঢল।
ফুল বাগিচার প্রজাপতি
পাখ-পাখালির দল
নদীর কূলে ঢেউয়ের হাসি
শান্ত নদীর জল।
প্রকৃতি আর বিশ্বভুবন
অবারিত মাঠ
ঘুমের ঘোরে শিখছি যত
অজানারই পাঠ।
মায়ের সেবা
শফিকুর রহমান সবুজ
মায়ের সেবা করতে যদি পকেট শূন্য হয়
পকেট আবার পূর্ণ হতে লাগবে না সময়।
মায়ের সেবায় মন দিয়ে দাও, রেখো না সংশয়
তোমায় দেবে এর’চে বেশি প্রভু দয়াময়।
তাঁর কাছে কী কম রয়েছে?
কিসের করো ভয়?
তিনি দয়াময়-
সে যদি চায়, করবে ধনী তোমায় বিশ্বময়।
তিনি দয়াময়।
মা যদি চায় আকাশ নিতে, দিতে পারো, তা
ইচ্ছেটা যে আসল দেওয়া অন্য কিছু, না।
ইচ্ছে দিলেই হবে দেওয়া বলছে দয়াময়
এতটুকু দিলে হবে তোমারই বিজয়।
দেশটা আমার
কাজী নাজরিন
দেশটা আমার সবুজ শ্যামল
স্বাধীন বাংলাদেশ
পর্যটন আর ফুলে ফলে
রূপের নেইকো শেষ।
ফলসের মাঠ সুসজ্জিত
মৎস চাষে সেরা
আম কাঁঠাল লিচু জামরুল
গাছগাছালি ঘেরা।
বিলে ঝিলে নদ নদীতে
হরেকরকম প্রাণী
দেশটা আমার ভীষণ প্রিয়
জুড়ায় হৃদয়খানি।
আমপারা
শাহীন ইমতিয়াজ
আব্বা তুমি দাও না কিনে
আমপারার ওই বইটা,
আম্মা তুমি দাও এনে দাও
জীবন গড়ার মইটা।
জানতে হলে শিখতে হবে
শিখতে হলে পড়তে,
ফুলের মতো ফুল হতে চাই,
চাই না আমি ঝরতে।
ভাইয়া তুমি বুঝিয়ে বলো?
আর করো না ভুল,
আমপারা বই জীবন গড়ায়
ফুলের মতো ফুল।