জুলাই ফুল জুলাই ফুল
নূর-ই-ইলাহী
ঘরে ঘরে শোকের মাতম দেশের একি হাল!
ক্যালেন্ডারে জুলাই মাস আর চলবে কতকাল?
এমন করে বলো না বোন আমরা তোমার ভাই
শহীদ সাথীর লহুর কসম লাশের হিসাব চাই।
লাল জুলাইয়ের পথ যে পিচ্ছিল মিছিল কতদূর?
মিছিল সেতো অনেক বড় ভয় পেয়ো না জুজুর
সেই মিছিলে শামিল হবো মুগ্ধ আমিই আমি
হাতে আছে পানির বোতল পানি লাগবে পানি?’
আর কতদিন পুলিশ দিয়ে মারবে মানুষ বলো
এই মিছিলে আমার সাথে তুমিও আজ চলো
নির্বিচারে চলছে গুলি রক্তে বসন লাল
জুলাই ফুল জুলাই ফুল তোমার একি হাল!
আমার তেমন হয়নি কিছু সামনে আগাও ভাই
কাঁধের সাথে কাঁধ মিলিয়ে বারুদ হওয়া চাই
জুলাই ফুল জুলাই ফুল এখন বর্ষাকাল
কেমন করে বারুদ হবো কেমন করে লাল?
যেমন ধরো আবু সাইদ ফুলিয়ে বুকের ছাতি
সাহস জোগায় সবার মনে হিরো রাতারাতি
রক্তনদী যাচ্ছে বয়ে লাশ যে সারি সারি
মায়ের মাতম ঘরে ঘরে বাবার আহাজারি।
বিপ্লবীদের রক্তে রাঙ্গাও ক্যালেন্ডারের পাতা
একি! জুলাই ফুল জুলাই ফুল ছিদ্র তোমার মাথা!
সকাল বেলার পাখি
শফিকুল আলম টিটন
শুনবে পাখির কিচিরমিচির
হরেক রকম ডাক,
দোয়েল কোয়েল ময়না শ্যামা
ডাকতো ঝাঁকে ঝাঁক।
হরেক রকম ডাকতো সুরে
সকাল বেলার পাখি,
ফুরফুরা মন উড়াল দিত -
সুরেই মাখামাখি !
এখন শুধু শব্দ শুনি
ডাক দিয়ে যায় কাক,
সকাল বেলার পাখির শব্দ
সেটা শোনাও লাক।
যাই চিড়িয়াখানায় যদি
এসব পাখির ভিড়,
শুনতে পাবে সেথায় গেলে
শান্তি সুখের নীড়।
মুগ্ধ হবে কোলাহলে
সব শিশুদের ভোর,
গাইছে দেখো সকাল বেলায়
কন্ঠে লাগায় জোর ।।
আষাঢ়ে বৃষ্টি
আক্তার বিন আমির আহমদ
আষাঢ়ের বৃষ্টিতে
কোলাব্যাঙ ডাকে,
ডোরাকাটা ফুল ফোটে
কদমের শাখে।
রিমঝিম বৃষ্টি যে
সারাদিন ঝরে
অবসর কেটে যায়
একা-একা ঘরে।
খাল-বিলে খেলা করে
নানাজাত মাছ,
সজীবতা ফিরে পায়
তরুলতা গাছ।
মেঘে ভরা আকাশ
সাঈদুর রহমান লিটন
আকাশ জুড়ে মেঘের মেলা
যাচ্ছে উড়ে উড়ে,
দৌড়ে দৌড়ে যাচ্ছে তারা
পুরো আকাশ ঘুরে।
সূর্য্যি মামা ডিগবাজি খায়
মেঘের ভাজে ভাজে,
ছোট্ট ছোট্ট ছায়ায় বসে
মন মজে যায় কাজে।
দুষ্ট দুষ্ট মেঘেরা সব
বৃষ্টি হয়ে ঝরে,
অল্প স্বল্প জলের মাঝে
ঝাপাঝাপি করে।
নীলআকাশে রঙ বদলে যায়
ক্ষণে ক্ষণে খেলা,
রূপ বৈচিত্রের আকাশ দেখে
কাটে কারো বেলা।
সাদা কালো আকাশ দেখে
কাব্য করি রোজ,
আকাশ ভরে মেঘবালিকা
নিচ্ছে আমায় খোঁজ।
বৃষ্টির দিনে
মো: আরাফাত হোসেন
বর্ষাকালে বৃষ্টি ঝরে
আকাশ হয় যে কালো,
মেঘে মেঘে ঘষা লেগে
চমকে ওঠে আলো।
বিকট শব্দে বজ্র পড়ে
কানে লাগে তালা,
শব্দের তরে ঘুম ভেঙে যায়
এ যে ভীষণ জ্বালা!
মুষলধারে বৃষ্টি পড়ে
কখনো বা ধীরে,
এমন দিনে ভিজতে যে চাই
মন থাকে না নীড়ে।
বর্ষাকালে কদম গাছে
ফুলের মেলা বসে,
থোকা থোকা কদম ফুলে
প্রকৃতি আজ হাসে।
গাঁয়ের যত ছেলে-পেলে
ফুটবল খেলতে যায়,
বৃষ্টির দিনের এমন মজা
পাবে না আর ভাই।
বর্ষাকাল
আব্দুস সাত্তার সুমন
সবুজ ঘাসে বৃষ্টি পড়ে মাটির ঘরের চালে,
গাছে গাছে বৃষ্টি ঝরে কদম গাছের ডালে।
বৃষ্টি পড়ে বৃষ্টি পড়ে আম কুড়াতে যাই,
খালে, বিলে, নদী-নালায় জলে পুকুর ঠাই।
জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ মাসে ভাসে কলার ভেলা,
বৃষ্টি পড়ে টাপুর টুপুর চড়ুইভাতি মেলা।
শাপলা, শালুক, পদ্মফুলে জলস্রোতে ভরা,
বর্ষাকালে হঠাৎ করে রোদ বৃষ্টি খরা।