নতুন দেশে

মুস্তফা মানিক

নতুন দেশে সবার চাওয়া দেশটা থাকুক ভালো

কাটুক নিকশ অমানিশা ঘোর আঁধারের কালো

সবাই থাকুক ভীষণ সুখে কষ্ট থাকুক দূরে

বেজে উঠুক সাম্যের গান সবার কণ্ঠ-সুরে।

সবার চাওয়া ফুটুক গোলাপ সবার মনের ঘরে

ভালোবাসা স্নেহ মায়ায় উঠুক এদেশ ভরে

মন্দ কাজের গন্ধ ভুলে হাসুক হৃদয় খুলে

হিংসে বিভেদ ফেতনা ফাসাদ যাক সকলে ভুলে।

সবার চাওয়া যাক মিঠে আজ দ্বন্দ্ব ক্ষোভ আর গ্লানি

ঘুচুক দেশের সব অপবাদ ঘুচুক পেরেশানি

সোজা হয়ে দাঁড়াক এদেশ বিশ্ব-ধরার বুকে

ছড়িয়ে পড়ুক জয়ধ্বনি সবার মুখে মুখে।

ভেঙে যায় বুক

শ্যামল বণিক অঞ্জন

বয়ে যায় চারদিকে এলোমেলো ঝড়

ভেঙে যায় ডালপালা পাখিদের ঘর!

অকালেই ঝরে পড়ে স্বপ্নের বাসা

ছানা মরে ভাঙে ডিম ভাঙে শত আশা!

বর্ষায় ধুয়ে যায় পাখিদের সুখ

সীমাহীন দুর্ভোগে ভেঙে যায় বুক!

কুসুম ফোটে ঘাসে

মুহাম্মদ সাইফুল ইসলাম

অনেক পাখি, অনেক নদী,

সবুজ-সবুজ বন,

তারই ভিতর স্বপ্ন শত

উথলে ওঠা মন।

মনের মাঝে সকাল-সাঁঝে

স্বপ্ন কত ভাসা,

হাজার রকম স্বপ্ন মিলে

করছে যাওয়া-আসা।

চলছে পাখি, বইছে নদী

বন-বাদাড়ের ফাঁকে,

উড়তে গিয়ে মনের সুখে

কিচির-মিচির ডাকে।

বনের ভিতর ডাকছে পাখি

দোয়েল, শ্যামা, বক,

আপন সুরে গান গাওয়াটা

হাজার দিনের শখ।

নদীর ভিতর উথলে উঠে

রূপা-রাঙা ঢেউ,

ঢেউয়ের মাঝে হেসে ওঠে

খইলসা, পুঁটি, ফেউ।

চাঁদের হাসি রাশি রাশি

পড়ছে সবুজ গাঁয়,

চাঁদের বুড়ি চরকা কাটে,

কেইবা তাকে পায়?

লক্ষ-কোটি তারার মাঝে

চাঁদ মামাটা হাসে,

হাসির রঙিন ঝলকানিতে

কুসুম ফোটে ঘাসে।

জুলাই মানে

আরিফ হোসেন সবুজ

রক্ত দিয়ে জুলাই কেনা

জুলাই মানে মুক্তি

স্বৈরাচারীর পতন করে

ভালো থাকার চুক্তি।

জুলাই মানে ঝরল দেশে

বীর শহীদের রক্ত

উঠল কেঁপে সর্বনাশা

বাদশাহী ওই তক্ত।

জুলাই মানে শক্তি পাওয়া

ঐক্য হয়ে লড়তে

খুনি জালিম রুখে দিয়ে

মুক্ত স্বদেশ গড়তে।

সুশিক্ষিত করতে জাতি

রূপরেখা ঠিক আঁকতে

ভিনদেশীয় তাঁবেদারি

আর না দেশে থাকতে।

স্বাধীনতার সুফল পেয়ে

সঠিক পথে চলতে

মায়ের কোলে দিব্যি হেসে

দেশের কথা বলতে।

জুলাই মানে এক ইতিহাস

জানে গোটা বিশ্ব,

স্বৈরাচারী পলায়নের

কী যে দারুণ দৃশ্য!

দুখুর বাড়ি

কুলসুম বিবি

ঐ দূরে দেখা যায়

তালগাছ সারি

তার পিছে দাঁড়িয়ে

দুখুর বাড়ি।

দোচালা ঘরখানি

নড়বড় করে

ওর মাঝে দুখুর বাস

এক যুগ ধরে।

একটুখানি উঠান

ঘাসে ঘেরা

চারপাশে ঢোলকলমির

ভাঙ্গা বেড়া।

দুখুর সাদা মনে

বীণা বাজে

ছোট্ট বাড়ি ঘিরে

স্বপ্ন সাজে।

বন্দি ঘরে

জুবাইর আল হাদী

বৃষ্টি পড়ে টুপ টুপা টুপ

ছন্দ জাগে মনে,

পাখপাখালি-প্রজাপতি

লুকায় বনের কোণে।

খালে বিলে পুকুর ঘাটে

জল করে থৈথৈ

বাইরে যাওয়া মানা আমার

বন্দী ঘরে রই।