বিধান দাতা
এম. আবু বকর সিদ্দিক
যার হুকুমে সুর্য হাসে
পুব আকাশে,
যার হুকুমে বৃষ্টি নামে
শ্রাবণ মাসে।
যার হুকুমে গোলাপ জবা
গন্ধ ছড়ায়,
যার হুকুমে পাখপাখালি
গান গেয়ে যায়।
তিনি হলেন বিধান দাতা
আল্লাহ্ মহান,
আল কুরআনে এঁকে দিলেন
সব সমাধান।
এসো সবাই অর্থ বুঝে
কুরআন পড়ি,
কুরআন দিয়ে শান্তি সুখের
জীবন গড়ি।
ফিলিস্তিনী দিন
ওলি মুন্সী
রক্ত রা-ফায় রাতের বিলাপ
বুক করে চিনচিন
বিষন্নতায় কাটে আমার
ফিলিস্তিনী দিন।
গ্রেনেড বোমায় দগ্ধ শিশু
নগ্ন আমার কান
গাঁজার মানুষ স্বর্গে গিয়ে
গায় পৃথিবীর গান।
শালিক পাখির কষ্ট
মো.আশতাব হোসেন
ডালিম গাছে শালিক নাচে
আমের গাছে চিল,
শালিক ছানা চিলকে দেখে
তার সাথে দেয় মিল।
নিচে বসে বেজি দেখে
হাসে যে খিলখিল,
ডানপিটে এক ছেলে এসে
মারে ছুঁড়ে ঢিল।
ঢিল খেয়ে যে শালিক ছানা
নিচে পড়ে যায়,
ঝোপে থাকা বেজি ধরে
মরমর করে খায়।
শালিক দু’টি ছানার শোকে
কেঁদে ভাসায় বুক,
বিলাপ করে বলতে থাকে
বেজি নিলো সুখ!
মিনি
সফিউল্লাহ লিটন
মিনুদের বেড়ালের
নাম হলো মিনি
দুধ-ভাত খায় না সে
খায় শুধু চিনি।
আকারেতে নয় ছোট
বেশ বড়সড়ো
ইঁদুরের ভয়ে তবু
থাকে জড়োসড়ো।
কাগজের বল দিয়ে
করে নানা খেলা
স্মার্টফোন নিয়ে
কাটে সারা বেলা।
আদরটা পেয়ে বেশি
ওঠে গেছে ঘাড়ে
শাসন করতে গেলে
ছোঁটে আসে তেড়ে।
বোশেখ তুমি
হারুন অর রশীদ
বোশেখ তুমি পাতার ফাঁকে
সবুজ ভরা খাম
কুঁড়ি থেকে বড় হওয়া
কাঁচা মিঠা আম।
বোশেখ তুমি গগন জুড়ে
কালো মেঘের সাজ
বজ্রপাতের হুংকার
গুড়ুম গুড়ুম বাজ!
বোশেখ তুমি খোকার ঘুড়ি
রঙিন সুঁতোর লাটাই
গ্রামের মেলায় নাগর দোলা
মিষ্টি হাওয়াই মিঠাই!
বোশেখ তুমি রাখালিয়া
বাঁশির চেনা সুর
নীল সবুজের হাটে মাঠে
নতুন আলোর ভোর।
বৈশাখী ঝড়
আসাদুজ্জামান আসাদ
বৈশাখ মাসে মেঘে ভরা
বৈশাখী ঝড় আসে,
গুরুম গুরুম বিকট শব্দ
বৃষ্টি বাতাসে ভাসে।
কালবৈশাখীর ঝড়ের গতি
বাধ মানে না কিছু
চোখের জলে বুক ভেসে যায়
কষ্ট পিছু পিছু।
ঝড়ের শেষে পরে থাকে
শূন্য ভিটাবাড়ি
তাদের প্রতি সহযোগিতা
করি তাড়তাড়ি।
সবুজ পাতার ফাঁকে
মো: তাইফুর রহমান
প্রজাপতির রঙিন ডানায়
স্বপ্ন আমি আঁকি
ভরদুপুরে চারদিকে
পাখির ডাকাডাকি।
ফুলবাগিচায় মৌমাছিরা
ফুলের সুবাস মাখে
পাকা ফল যে উঁকি মারে
সবুজ পাতার ফাঁকে।
আকাশে ওই মেঘের ভেলা
যাচ্ছে দূরে ভেসে
দুষ্ট ফড়িং গল্প বলে
আমার কাছে এসে।
লাউয়ের মাচায় পাখির বাসা
খেলায় মাতে ছানা
সবুজ গাঁয়ে ঘুরে বেড়াই
নেই তো কোনো মানা।
ঝাউবনেতে জোনাকিরা
নাচে খুশির তালে
নিঝুম রাতে চুম দেয় তারা
খুকুমণির গালে।