তিনটি ছড়া
তারিক সুমন
মাছরাঙা
ঝাঁপ দিয়ে ধরে পুটি
খেয়ে হয় চাঙা,
বসে ঐ ডানা ঝাড়ে
পাখি মাছরাঙা।
পুশি ক্যাট
দিলে কেউ খেতে জুস
একটুও নয় খুশি
মাছ দেখে লেজ নাড়ে
আবুদের মিউ পুশি।
পুশি খোঁজে র্যাট
পুশি হলো ক্যাট।
হাতি
যাচ্ছে হেঁটে হাতি
পিঠের উপর সওয়ার বসা
আজিত বুড়োর নাতি,
ওদের দেখে শহরজুড়ে
হচ্ছে মাতামাতি।