হেমন্তে

আবুল হোসেন আজাদ

মেঘহীন আকাশ স্বচ্ছ সুনীল মৃদু হিমেল হাওয়া

কৃষক ভাইয়ের মাঠের বুকে ধান কাটার গান গাওয়া

দোয়েল শালিক ধানের ক্ষেতে

ওরা মাতে আনন্দেতে

নতুন ধানের মিঠেল গন্ধ হেমন্তে তাই পাওয়া।

থোকা থোকা ফুল ফুটেছে ছাতিম ডালের শাখায়

ধুসর ফুলের রং লেগেছে প্রজাপতির পাখায়

ফড়িং বেড়ায় উড়ে উড়ে

নেচে নেচে ঘুরে ঘুরে

গাঙের চরে খেলতে যেয়ে শালিকগুলো তাকায়।

রাতে ঝরা শিশির ফোঁটা ঘাসের ডগায় ভাসে

প্রথম আলোয় রোদ পোহাতে ওরা মধুর হাসে

ঝিলিমিলি ঝিলিমিলি

সবাই থাকে নিরিবিলি

হেমন্তের হিম পরশ ছুঁয়ে থাকে ওদের পাশে।

হেমন্তের ফুল

আহাম্মদ উল্লাহ

হেমন্ত আসে সোনার সাজে,

ধানের ক্ষেতে নূপুর বাজে।

শিউলি ঝরে গাছের তলে,

শিশির ভেজা ঘাসের দলে।

গন্ধ ছড়ায় জুঁই ও টগর,

ছাতিম ঘ্রাণে মগ্ন নগর।

হরেক রকম রঙিন ফুলে

প্রজাপতির দিবস খেলে।

থোকায় থোকায় ফুল ফুটেছে

চাঁদের রাতে ঢেউ তুলেছে

মিষ্টি সুবাস মাতাল হাওয়ায়

মন জুড়ায় যে হাসনাহেনায়।

বিল

শামীম শাহাবুদ্দীন

বাড়ির পিছে ‘কছন্দরা’ বিল

বিলের উপর উড়তে থাকে চিল

বিলের জলে ভাসতে থাকে ফিশ

জেলেরা জাল ফেলায় অহর্নিশ।

বিলের পাশে সাদা কাশের ঝাড়

কাশের সাদা বকের সাদায় কী যে চমৎকার!

নৌকা নিয়ে গাঁয়ের কিশোর দল

সারাটাদিন বিলের জলে করে কোলাহল।

রাতের বেলা ঘুমে বিভোর বিল

বাড়ির পাশে ‘কছন্দরা’ ছোট্ট হাতিরঝিল!

পদ্মা নদীর ইলিশ

শফিকুল আলম টিটন

ইলিক ঝিলিক ইলিশ খাবো

ইলিশ ভাজা তেল,

গন্ধেতে মৌ ইলিশ দেখায়

এই বাংলায় খেল ।

মুখরোচক আর সুস্বাদু খুব

দেখলে লাগে লোভ,

দাম বেশি তাই সবার মনে

বাড়ছে শুধু ক্ষোভ ।

পদ্মা নদীর মাঝির মুখে

ইলিশ ধরার গান,

ধরছে ইলিশ মনের সুখে

দেখলে জুড়ায় প্রাণ ।

দেখলে জিভে জল এসে যায়

চোখ করে চিক চিক,

পদ্মা নদীর ডাকলে ইলিশ

মন ছুটে যায় ঠিক ।

মন ছুটে যায় পদ্মা নদী

মন থাকে না থির,

সরষে ইলিশ, ইলিশ ভাজা

না পেলে অস্থির ।

ইলিক ঝিলিক ইকরি মিকরি

ইলিশ চলে আয়,

হাতের কাছে ইলিশ পেতে

মনটা কেবল চায় ।।

মহামূল্যবান

শামীম খান যুবরাজ

একটি গাছে দুইটি পাখি

সেই পাখিদের মায়ার আঁখি

ঠোঁটে দারুণ সুরও,

সুরে সুরে দেয় ভরিয়ে

উদাস ভরদুপুরও।

সেই পাখিদের গানেÑ

নদীর জলে ঢেউ উঠে যায়

মাঝি কি তা জানে?

নায়ের মাঝি গান গেয়ে যায়

ঢেউয়ের দোলায় দোলে

আর মাঝিটার মনের মাঝে

সুখের দুয়ার খোলে।

বৃক্ষ-পাখি-নদী-মাঝি

আমার দেশের শান,

মহান রবের সৃষ্টি সকল

মহামূল্যবান।

বাবা তুমি হারিয়ে গেলে

জাকির শায়েরী

শাদা বসন পরিয়ে দিলাম

আতর গোলাপ মাখিয়ে দিলাম

এখন বাবা শান্ত হয়েই ঘুমো,

যখন জীবন যুদ্ধে ছিলে

সবকিছুই যে বিলিয়ে দিলে

আদর করে আমায় দিতে চুমো।

বাবা তুমি হারিয়ে গেলে

কোথায় যেনো পালিয়ে গেলে

ভুবন মাঝে তোমায় আমি খুঁজি,

প্রভু তোমায় সুখে রাখুক

ঘরটি তোমার আলোয় থাকুক

এই আশিষে আনন্দে চোখ বুঁজি।