কথা দিয়ে রাখে না কথা,
মিথ্যে বলে শত শত-
খেয়ে ফেলেছে লজ্জার মাথা,
লোভের মাঝেই দিন যে গত।
দায় দায়িত্ব নেই যে কিছু-
চলন আঁকা-বাঁকা পথে,
ধর্ম-কর্মের নেয় না পিছু,
সময় কাটে অমানুষের সাথে।
সব জায়গায় জটলা পাকায়-
সুচিন্তা নেই জীবন জুড়ে,
পরের ভালোয় নাক ছিটকায়,
সদাই মরে জ্বলে-পুড়ে।
মানুষের জন্য মানুষের কাজ-
মানতে রাজি নয় যে তারা,
সাজে অমানবিক নিষ্ঠুর সাজ!
নষ্ট করে এই বসুন্ধরা।
খেখক-
মহসিন আলম মুহিন