DailySangram-Logo-en-H90
ই-পেপার আজকের পত্রিকা

কবিতা

কবিতা

এই যে চোখ দুটো সেও রোজা রাখে লোভ লালসা ভরা চোখের দৃষ্টি

Printed Edition
Default Image - DS

সংযম

শারমিন নাহার ঝর্ণা

এই যে চোখ দুটো সেও রোজা রাখে

লোভ লালসা ভরা চোখের দৃষ্টি

নির্বাক কেন চেয়ে থাকে কালো টাকার থলিতে

থুতু ফেলে দাও কিসের ভয়ে বারে বারে?

সুদের টাকায় কেনা দামি জিনিস চারধারে,

কত অসহায় মানুষের টাকায় ভরছো পকেট

রং তামাশায় মেতে আছো নিত্যদিন

শুধু শুধু উপোস থেকে লাভ কী?

হৃদয় বাগানে ফোটাও পবিত্র ফুল

লোভ লালসা করো সংযম।

অসহায়দের প্রতিটি দীর্ঘশ্বাস আরশে জমা

নিজেকে শুধরে নেও হয়তো পেতে পারো ক্ষমা।

অস্তিত্ব

মোঃ মিলন হোসেন

দিনশেষে প্রতিদিনই সন্ধ্যা হয়

গভীর রাতও,

ভূমিষ্ঠ পরে প্রাণবন্ত জীবনে আসে শৈশব-কৈশর

যুব-বৃদ্ধ-অতিবৃদ্ধকাল, মৃত্যুও।

জীব-জড় চাহিদা শেষে ফিকে হয়

সর্বশেষ নিঃশেষও,

পৃথিবী প্রাণের দোলায় দোলে

খুঁজে পাওয়া যায় না প্রাণহীনের অস্তিত্ব।