হেমন্ত মানেই

হোসাইন মোস্তফা

হেমন্ত মানেই হলো

ধান তোলা ক্ষণ

মৌ মৌ গন্ধেতেই

মন উচাটন।

হেমন্ত মানেই হলো

ঘুচে যাবে ঋণ

বুকের মাঝে স্বপ্ন

জাগে রঙিন।

হেমন্ত মানেই হলো

হিমেল পরশ

চারদিকে ফুল ফল

সবই যে সরস।

হেমন্ত মানেই হলো

পিঠে পুলির ধুম

জারি সারি উৎসব

তারই মৌসুম।

হেমন্ত মানেই হলো

ব্যস্ত দুপুর

কিষাণীর ঢেঁকি চলে

ধাপুর ধুপুর।

হেমন্ত মানেই হলো

শিশির ভেজা পা

পাখিদের কলতানে

মুখরিত গাঁ।

ছড়ার দেশে

আসাদুজ্জামান খান মুকুল

আমি লিখি ছড়ার ছড়া

চায়ের কাপে ঢেউ তোলে,

কলম আমার নেচে ওঠে

মুক্ত বায়ে যায় দোলে।

ছন্দেরা আয় হেঁটে হেঁটে

বলে-”ছড়া বেঁধে যাই,”

শব্দ হেসে খিলখিলিয়ে

খাতার পাতায় নেয় যে ঠাঁই।

কাগজ আমার বন্ধু যেমন

কলম তারে মানায় বেশ,

ছড়ার ছলে গল্প বলে

দেই যে পাড়ি রূপের দেশ।

রৌদ্র-ছায়ায় লিখে চলি

বৃষ্টি এলেই টুপুর-টাপ,

ছড়ায় ধরা দেয় সকলই

মনের মাঠে ফোটে ছাপ।

ছড়ার মাঝে জীবন মেশে

গানে তুলে মধুর সুর,

ছোট্ট কথায় পাই যে খুঁজে

এই পৃথিবীর সুখের নূর।

শীতের দিনে

গোলাম আশরাফ খান উজ্জ্বল

শীতের দিনে হিমেল হাওয়া

ভাপাপুলি পিঠে খাওয়া

খেজুর গাছে রসের হাড়ি

যাবো মোরা নানুবাড়ি।

নীল আকাশে উড়ছে ঘুড়ি

ছুটি হবে তাড়াতাড়ি

পায়রা ডাকে বাকুম বাক

শীত এবার চলে যাক।

প্রজাপতি

সৈয়দ আহম্মেদ সাদি

প্রজাপতি পাখনা মেলে

কোথায় তুমি যাও ?

কী করেছি তোমার ক্ষতি

একটু ফিরে চাও ?

আমি যাব তোমার সাথে

সঙ্গে করে নাও।

আ রে ! খোকা বড্ড বোকা

উড়তে গেলে পাখনা লাগে

তোমার পাখনা কই ?

তোমরা হলে মানব জাতি

শিখছো শুধু হাতাহাতি

কখন জানি আমায় মারো

সেই আতংকেই রই ।

আমার পিছে ঘুরে-ফিরে

করো না হইচই ?

তোমার জাগায় তুমি থাকো

আমি আমার রই ।

ইমান

অপু বড়ুয়া

ইমান যদি শক্ত থাকে

থাকবে না ভয় চিত্তে

শান্তি সুখের সত্য পথে

পারব সবাই জিততে।

সুখ দেয় না অবিশ্বাসের

চিত্ত এবং বৈভব

ইমান ছাড়া যায় না লেখা

বুদ্ধি জ্ঞানের বইসব।

ইমান হলো শক্ত খুঁটি

ইমান মানে বিশ্বাস

ইমান ছাড়া মিথ্যা জীবন

মিথ্যা শেষের নিঃশ্বাস।

আমার দেশ

মো শরিফুল ইসলাম

আমার সোনার দেশের মতো

কোথায় এমন দেশ?

সবুজ শ্যামল রূপ প্রকৃতি

লাগে দারুণ বেশ।

পাখি ডাকে কিচিরমিচির

নৌকা চলে জলে

বাউল গানের সুরের তানে

মন খুশিতে দোলে।

কৃষক ফলায় সোনার ফসল

বৃষ্টি রোদে পুড়ে,

গাঁয়ের বধু ঘরের কাজ

আপন মনে করে।

রেলগাড়ি

রুমানা নাসরীন

ছুটছে দেখো আকাশ নদী

ছুটছে দেখো বাড়ি

ছুটছি আমি তালে তালে

চলছে যে রেলগাড়ি।

চলছে গাড়ি ঝরের মতো

পুঁ ঝিক ঝিক ঝিক

ঘড়ির কাঁটাও বলছে যেন

টিক টিক টিক টিক।

ঐ যে দূরে ডানপিটে মেঘ

ছুটছে তড়িঘড়ি

মেঘের সখি বায়না ধরে

যাবে শশুরবাড়ি।

আমি ভাবি মনটা আমার

এমন কেন করে?

একটা শালিক ঘাপটি মেরে

মনে বসত গড়ে।