DailySangram-Logo-en-H90
ই-পেপার আজকের পত্রিকা

কবিতা

কবিতা

রমজানের ঐ চাঁদ ওঠেছে গুনা মাফের ফুল ফুটেছে ফুল ফুটেছে ফুল ফুটেছে

Printed Edition
Default Image - DS

রমজানের ফুল

মালেক মাহমুদ

রমজানের ঐ চাঁদ ওঠেছে

গুনা মাফের ফুল ফুটেছে

ফুল ফুটেছে ফুল ফুটেছে

ফুল,

রমজানের এক ফুল।

তুলতুলে মন সংযমি রও

শুদ্ধাচারে শুদ্ধিতো হও

জীবন সাধারণ

ইবাদতের ক্ষণ

রোজার আলোয় সংযমি রূপ

না খেয়ে হই ফুল অনুরূপ

ফুল ফুটেছে ফুল ফুটেছে

ফুল,

মনঘরে তুলতুল।

ফুলের আলোড়ন

সংযমি হও মন

রাখতে রোজা ভালোবাসি

চঞ্চলামন ঈদের হাসি

ফুল ফুটেছে ফুল ফুটেছে

ফুল,

তিরিশ রোজার উঠছে চাঁদ

পাপ মোচনের সময় নিখাদ।

গুড বয়

মাহমুদ আরিফ

গুড বয় হবো আমি বেড বয় হবো না

বেড বয় থাকে যদি আশেপাশে রবো না।

বাবা মা‘র কথা শুনে সবকিছু করবো

সত্যের পথে এই- জীবনটা গড়বো।

আলো নিয়ে ছুটে যাবো ঘুটঘুটে আঁধারে

পার্থক্য করবো কালো আর সাদারে।

ফুল-পাখিদের গান

মেজু আহমেদ খান

ছড়া লেখা হয় না আজ আর

আগের মতো বেশ,

ছন্দ ছড়ার শব্দেরা আজ

কোথায় নিরুদ্দেশ!

ফুল-পাখি আর প্রকৃতি সব

ভালোই আছে ভাই,

কেবল চোখে মানুষ দেখি-

কোথাও মানুষ নাই!

মানুষ যেনো বন্য হয়ে

হন্যে চতুর্দিক,

ন্যায়ের চারা উপড়ে ফেলে

হয়ে পাশবিক!

তাই তো লেখা হয় না আজ আর

ফুল পাখিদের গান,

সুর তোলে না কাব্য ছড়ায়-

নদীর কলতান।

আমার বাংলাদেশ

নূরজাহান নীরা

এ দেশেরই ধুলিকণা

সোনার চেয়ে খাটি

ভাটির অঞ্চল উর্বরা খুব

বাংলাদেশর মাটি।

উর্বর মাটি উর্বর ভূমি

সোনার ফসল ফলায়

চোখ জুড়ানো রূপের মায়া

ভাঙা কিবা জলায়।

হাজার রূপের পশরা ঘেরা

ছয়টি ঋতুর দেশ

পাখি ডাকা সূর্য ওঠা

আমার বাংলাদেশ।

দাদুর আঁকাআঁকি

শামীম খান যুবরাজ

ভালুক হাসে বনের ধারে

শালুক ভাসে ঝিলে,

শব্দ-শায়ান-সায়েম-মোনা

হাসে সবাই মিলে।

হাঁসের ছানা ডোবার জলে

ডুবসাঁতারে মাতে,

বিড়ালছানার কুটুর কুটুর

মাছের কাঁটা পাতে।

দৃশ্য এমন আঁকছে দাদু

তুলিতে রং মেখে,

জানলা দিয়ে আনমনে তা

পাচ্ছি মজা দেখে।

লাল সবুজের রবি

লাভলী ইসলাম

এলোমেলো রংতুলিতে

হাজার রকম ছবি

খোকাখুকু আঁকে বসে

যেনো চিত্রকবি ।

মন খেয়ালে হেসে খেলে

রংতুলিতে ছাপ

খোকা আঁকে জল ছবি

কাঠপেন্সিলের মাপ ।

খুকি বসে ফোঁকলা দাঁতে

আঁকে দেশের ছবি

ভালোবাসা আদর ঢালে

লাল সবুজের রবি ।