মনের দ্বন্দ্ব

আবদুল হালীম খাঁ

১.

সীমা বাঁধা আছে বলে

করে হায় হায়

অসীম সীমার মাঝে

বাঁধা থাকতে চায়।

২.

যাবার সময় হলো নেমে এলো রাত

ইচ্ছে করে থাকি তবু থাকা যায় নাকো,

হায়! কেউ বললো না ধরে হাত

আজ এ রাত আমার কাছে তুমি থাকো।

আনন্দ চর্চা

সুমন সাহা

ডুবে গেলে ভাসমান জোরালো ভূমিকা

ভেসে উঠে তোমারই ইচ্ছায়!

ইচ্ছের আকাশের নিচে পাখিডাকা দুপুর।

কাকতালীয় হিংসুটে ইশারায়―

তোমার ইচ্ছে অন্য আকাশে উড়ার বাহানায়

চলে গেলে―

আমার ইচ্ছেরা ‘দুঃখিত’ বলে সরে দাঁড়ালে?

আশার বিপরীত শব্দেও প্রদীপ জ্বলে,

ঝলমলে মফস্বল হৃদয়ে বিজলি চমকায়!

অলকানন্দা

জেনিফা জামান

হলুদ অলকানন্দার নিবিড় সবুজে,

নিমিষেই মন উধাও, আরন্যক গভীরে।

প্রভাতে পত্রপুঞ্জে,

সুর তোলো মৃদু, উজ্জ্বল

ঔদাসিন্য শ্যামল চোখে।

নতুন পাপড়ির সরোবরে

নেত্র কমল জাগে।

ওহে অলকানন্দা!

তোমাকে আমার বড্ড প্রিয় লাগে।।

দুপুরের তপ্ত রৌদ্রপনা,

তোমার হাসির খেয়ালে রঙিন।

জীবন দোদুল্যমান নৌকার ঢেউয়ে টলমল,

দীপ্ত জলখেলা প্রতিদিন।।

বিকাল সন্ধ্যার সন্ধিক্ষণে,

আমি চেয়ে রই তোমার পানে।

বাতাস সুরের শব্দ আনমনে,

বাজে সুরের মূর্ছনা গানের রাগে,

ওহে অলকানন্দা!!

তোমাকে আমার বড্ড প্রিয় লাগে।।

রাতের নিশ্চুপ নিশি অরণ্যে

তুমি স্নিগ্ধ উদার মনোহর,

তোমার মায়ায় রাত জাগে পাখি,

জাগ্রত শুভ্র শশিকর।

জাগাও চিত্রকর্ষক উষায়,

তোমার রংয়ে পত্রকুঁড়ি জাগে।

ওহে অলকানন্দা!! তোমাকে আমার

বড্ড প্রিয় লাগে।।

শেষ সত্য

নবী হোসেন নবীন

কাঠিন্যই পাথরের শেষ সত্য নয়

তার বুকের সুপ্ত আগ্নেয়গিরিও সত্য।

বংশগতিই বীজের শেষ সত্য নয়

তার অন্তরে গুপ্ত বনানীর ছায়াও সত্য।

আলোই সৃষ্টির শেষ সত্য নয়

নক্ষত্র নিভে গেলে নেমে আসা আঁধারও সত্য।

দৃশ্যমান সত্যই শেষ সত্য নয়

অদৃশ্য অনেক কিছুই সত্য।

সৃষ্টির সব রূপ রহস্যই শেষ সত্য নয়

সৃষ্টিশূন্য অবিনশ্বর মহাশূন্যও সত্য।

অতীত বর্তমান ও ভবিষ্যৎই শেষ সত্য নয়

যার শুরু নেই শেষ নেই তাই শেষ সত্য।

ক্লান্তি

জাকির সেতু

ফেরা হবে না এই মেঠো পথ,

চক্ষু মেলে দেখা হবে না

দিগন্ত জোড়া আকাশ,

ধানের গন্ধে বাতাসে মিশবে না ,

মাসকলাই এর খেত হবে না আর দেখা ।

পুকুরে হাঁসের ছোটাছুটি,

বিলের শাপলার মেলা,

পাখির গান শুনবো না আর,

কাটবে না যে বেলা ।

অবেলায় ছুটেছি আমি

অনেক দূরের পথ

যে পথ ক্লান্তি নেমেছে,

সন্ধ্যা ঘনিয়ে রাত ।

জীবনের পথ

নাসরিন নাজ

কখনও কখনও জীবনে কিছু পথ

খুব বেশি কষ্ট দিয়ে যায়,

এক পলকে বুঝিয়ে যায়

কত কঠিন উত্তপ্ত বালুতে হাঁটা।

কখনও কখনও জীবনে কিছু পথ

খুব বেশি কাঁদিয়ে যায়,

আঘাত হানে মস্তিষ্কে,

না বলা কথাগুলো হৃদয়ে হয় রক্তক্ষরণ।

কখনও কখনও জীবনে কিছু পথ

খুব বেশি বুঝিয়ে দিয়ে যায়,

এলোমেলো বৈরী বাতাসে

তুমি নেই তোমাতে।

কখনও কখনও জীবনে কিছু পথ

খুব বেশি প্রশ্ন রেখে যায়,

বিবেকহীন সমাজে ভালো আছ কি তুমি,

নাকি জীবনটা শুধুই মরুভূমি!