মিথ্যা
হাফিজুর রহমান
মিথ্যা বলা ভালো নয়
নয়কে বানায় ছয়,
নষ্ট করে মনের সাহস
জড়িয়ে ধরে ভয়।
মিথ্যার পথ আঁকাবাঁকা
যায় না টিকে থাকা,
নিজের ক্ষতি করতে নিজে
বিপদ কাছে ডাকা।
ঝিলও আমায় ডাকে
নাটু বিকাশ বড়ুয়া
ও বক তুমি এমন করে
একলা বসে আজ
হয়তো দিনের বেলায় তোমার
খুঁজছ কোনো কাজ।
আজ অবিরাম বৃষ্টিঝরা
লাগছে তোমার ভালো
আকাশ ভরা মেঘের রাশি
মেঘের ভাজে কালো।
জানি তুমি মাছের খোঁজে
ধ্যানে বসে আজ
পেলেই খাবে ঘাপটি মেরে
কয়টা পুঁটিমাছ।
কেমন জানি আজকে তোমায়
এতই ভালো লাগে
তোমায় দেখে খেই হারিয়ে
ঝিলও আমায় ডাকে।
ও বক তুমি আজ সারাদিন
একলা বসে বেশ
ঝিলের যত পুঁটিঢেলা
করবে তবে শেষ।
কেমন হতো
জাকির শায়েরী
আমি যদি আকাশ হতাম
কেমন হতো
আমার বুকে হেলাল দুলাল
অবিরত।
ঝোপের ঝাড়ে অন্ধকারে
কতো শতো
আমি যদি জোনাক হতাম
কেমন হতো।
ছড়ার রাজ্যে সবই যদি
পাঠক হতো
আমি যদি কবি হতাম
কাজীর মতো।
হও যদি মা রাজি
মোশাররফ হোসেন
মন বসে না বইয়ের পাতায়
মন বসে না ঘরে,
সকাল-দুপুর আকাশ থেকে
বৃষ্টি কেবল ঝরে।
সূয্যি মামার তেজ দেখি না
দেখি না তার আলো,
রূপকথার ঐ গল্প শুনতে
আর লাগে না ভালো।
আমার কথায় একবার তুমি
হও যদি মা রাজি,
ব্যাঙের সাথে খেলব আমি
বৃষ্টি ভিজে আজই।
চাঁদের দেশে
শারমিন নাহার ঝর্ণা
চাঁদের দেশে উড়ছে খুকি
স্বপ্ন ডানা মেলে,
সঙ্গে নেবে খেলার সাথী
পরীর দেখা পেলে।
পরীর সাথে খেলবে খুকি
ওড়াউড়ি খেলা,
চাঁদের দেশে মেঘের সাথে
কাটবে সারা বেলা।
চাঁদের দেশে চাঁদের বুড়ি
বসে সুতা কাটে,
দেখে খুকির বেলা গেলো
সূর্য নামে পাটে।
বৃষ্টি এলে
আহমাদুল্লাহ আশরাফ
বৃষ্টি এলে গায়ের বিলে
হয় যে কত খেলা
এদিক ওদিক ঘুরাঘুরি
হয় যে দিয়ে ভেলা।
বৃষ্টি এলে শাপলা তুলি
করে পাড়াপাড়ি
বৃষ্টি এলে সকাল বিকাল
হয় না ফেরা বাড়ি।
বৃষ্টি এলে আম কুড়াতে
লাগে ভারি মজা
ধরা খেলে মালিক যে হায়
দেন যে কত সাজা।
তৃপ্তি
নূরুল ইসলাম মনি
শাপলা ফুলের ডাটা ধরে
যেই দিয়েছি টান
অমনি শুনি গাছের ডালে
ময়না টিয়ার গান।
গানের সুরে কানটা শীতল
শীতল আমার মন
ভেবে নিলাম শাপলা তোলার
আর কী প্রয়োজন।
শাপলাগুলো থাক পুকুরে
রঙিলা হোক জল
টেংরা পুঁটি সাঁতার কাটুক
করুক কোলাহল।
আমি বসি গাছের ছায়ায়
শুনি পাখির গান
দেখি সবুজ গাছের পাতা
দেখি নীল আসমান।
পাখির মেলা
আরিফ হাসান মিম
হাঁটতে গিয়ে আমরা ক’জন
বিকেল বেলা
দিঘির পথে দেখি হঠাৎ
পাখির মেলা।
হলদে, কালো, লালচে, সাদা
হরেক পাখি
আমরা ওদের আদর করে,
কাছে ডাকি।
মনে হলো, হঠাৎ ওরা
মাতলো নাচে।
ছড়ার ঢঙে দুলে দুলে
আসছে কাছে।
খুশিতে মন উঠলো বেজে,
যেন বাঁশি
সবার মুখে ফুলের মতো
ফুটলো হাসি।