সময় দাঁড়িয়ে হাসছে
আবদুল হালীম খাঁ
সময় কী সদা বহমান
নদীর স্রোতের মতো!
আমি তো দেখছি সেই আদিকাল থেকে
সময় একঠাঁয় দাঁড়িয়ে রয়েছে।
দাঁড়িয়ে থাকতে থাকতে ঠেঙ ধরে যাওয়ায়
কোথাও কোথাও বসে রয়েছে
আবার কোথাও ঝুলে রয়েছে।
এই যে আমার দরজার পর্দায়
সময় ঝুলে আছে
আমার চেয়ারে সময় বসে আছে
পান্নার খেলনা বলের মতো সময় পড়ে রয়েছে
খাটের নিচে ধুলি-মলিন।
আমি কতকাল যাবত দেখছি
আমার জানালার পুরনো শিক ধরে সপ্তমী চাঁদের মতো
সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার তামাশা দেখছে।
কী আশ্চর্য!
একটু না সরছে
একটু না নড়ছে।
আমার মুখের তামাশা দেখে মাদরাসায় পড়া নাতিন
জিনাত খানের মতো হাসছে।
সুখের আলো
মুহাম্মদ রেজাউল করিম
ভোরের নিঃশ্বাস নাও
আর সামনে যাও
পাবে নতুন সূর্য
ঝরে যাবে অন্ধকার
জেগে উঠবে নতুন পৃথিবী
ভোরের নিঃশ্বাস নাও
আর সামনে যাও
জেগে উঠবে নতুন পথ
ওই পথে যাও
ওই পথে সুখ
ওই পথে শান্তি।
বিপথগামী হয়ো না আর
তবে শাস্তি আছে
সামনে দাঁড়িয়ে সুখের পথ
ওই পথেই মুক্তি
ওই পথেই কল্যাণ
তবে দৃঢ় পদে তার পথেই চলো
খোলা আছে সুখের দরজা
ভিতরে প্রবেশ করো
জেগে ওঠবে সুখের আলো।
তুমি যখন ত্রিশে পৌঁছবে
শফিকুর রহমান সবুজ
আমাদের গ্রামের জমির আলের মতো
চিকন হয়ে যায় তোমার থুতনি
যখন তুমি ঠোঁট চেপে হাসো।
ওষ্ঠ্যদ্বয় বেঁকে যায় তোমার আমাদের
ঈদের বাঁকা চাঁদের মতো।
আমি অপলক তাকিয়ে থাকি।
যেনো কাল আমাদের ঈদ!
অথচ, দেখো এ আমার কল্পনা! অধরা।
তবুও কেমন বোকার মতো
তোমায় দেখলেই নত হয়ে যায়
আমার অবুঝ হৃদয়।
এ আমার বোকামি হতে পারে;
তোমার অষ্টাদশী রূপের কাছে।
অথচ, তুমি যখন ত্রিশে পৌঁছবে-
আমার মতো এমন বোকা খুঁজবে
জীবনের সাথে খাপ খাওয়াতে!
তখন তুমি চাইলেও পাবে না।
এই তো নিয়তি! যা আসে, থাকে;
এরপর ফানুসের মতো ওড়ে যায়
দূর আকাশের বুকে....!