নিজের পায়ে দাঁড়া
ফররুখ আহমদ
তোরা চাসনে কিছু কারো কাছে
খোদার মদদ ছাড়া,
তোরা পরের উপর ভরসা ছেড়ে
নিজের পায়ে দাঁড়া।।
পরের উপর ভরসা করে
ভয়ের পথে যাসনে মরে
তোরা জয়ের পথে যা বাজিয়ে
জয়ের নাকাড়া।।
খোদার মদদ পেয়ে যারা
হলো জাহান জয়ী
তারা মাড়িয়ে গেল মৃত্যু দুয়ার
রাত্রি তিমিরময়ী।।
তোরা নিজের পায়ে দাঁড়াস যদি
বইবে আবার আলোর নদী
এই দুনিয়ার গুলশানে ফের
জাগবে নতুন সাড়া।।