লড়াই

মতিউর রহমান মল্লিক

মারলে একটা পাখির ছানা

একটাই যায় মরে

ছিঁড়লে একটা ফুলের কলি

একটাই যায় ঝরে।

কিন্তু একটা মারলে মানুষ

করলে একটা খুন

খুন করা হয় সকল মানুষ

সকল তমদ্দুন।

তাই খুনিদের বিরুদ্ধে হও জড়ো

লড়াই লড়াই তুমুল লড়াই করো।