আয় রে আমার গাঁয়

রফিকুল নাজিম

কাশবনের ঐ আড়াল থেকে

একটা ডাহুক যাচ্ছে ডেকে

আয় রে শরৎ আয়,

গাঁয়ের মাঠে নদীর ঘাটে

উদাস দুপুর বেলা কাটে

শান্তি হিজল ছায়।

সাদা মেঘের ভেলায় ভেসে

আকাশ হাঁটে মুচকি হেসে

বলে- ও রে আয়,

এমন দিনে ঘরের কোণে

কে বসে রয় আপন মনে

ব্যথা বুনতে চায়?

শরৎ এলো শরৎ এলো

পাড়ার সবার ঘুম ভাঙালো

কে যাবি রে আয়,

নদীর তীরে কাশের মায়ায়

বসবি যদি হিজল ছায়ায়

আয় রে আমার গাঁয়।

সকাল বেলা

শারমিন নাহার ঝর্ণা

সকাল বেলার শীতল হাওয়া

রবের অসীম দান,

ভালো লাগে মিষ্টি সুরে

পাখির গাওয়া গান।

ভালো লাগে সকাল বেলার

নীরব সাদা আকাশ,

ভালো লাগে সকাল বেলার

মৃদু শীতল বাতাস।

ভালো লাগে সকাল বেলার

সবুজ সবুজ মাঠ,

ভালো লাগে সকাল বেলার

মধুর কুরআন পাঠ।

স্বপ্ন-ডানা

আমিন আফসারী

শান্ত হাওয়ায় দুলে ওঠে

শুভ্র কাশের প্রীতি

সাদা মেঘের খুনসুটিতে

গায় শরতের গীতি।

পাখিরা যায় উড়ে দূরে

ডানায় ভোরের আলো,

নতুন সাজে প্রকৃতিটা

দেখতে লাগে ভালো।

নদীর বুকে ঝলমলিয়ে

রোদের মায়া খেলে,

মন ছুটে যায় অজানাতে

স্বপ্ন ডানা মেলে।

নামাজ

গোলাম আযম

ঘুম থেকে যে নামাজ উত্তম

থেকো না আর ঘুমে,

ফেরেশতারা ইশারাতে

ডাকে তোমার রুমে!

স্নিগ্ধ হাওয়া শীতল করে

প্রশান্তি হয় ক্ষণ,

কাতারবন্দি হলে পরে

ঠান্ডা তনুমন!

মাথাটাকে করো নত

তুমি সবার সাথ,

পরকালে মুক্তি পেতে

তোলো যে দুই হাত!

আমলনামা করতে ভারি

নামাজ পড়ো রোজ,

ঘোর আঁধারে খুব সহজে

পাবে আলোর খোঁজ!

শরৎ মানে

মাহমুদ আরিফ

শরৎ মানে শান্ত নদী

আকাশ জুড়ে নীল

শরৎ মানে গাঁয়ের মাঝে

শাপলা ফোটা বিল।

শরৎ মানে হাওয়ায় ভাসা

শুভ্র মেঘের ভেলা

শরৎ মানে সবুজ মাঠে

বক পাখিদের মেলা

শরৎ মানে কাশের বনে

ভীষণ সাদা ফুল

শরৎ মানে কারো সাথে

যায় না করা তুল।

শরৎ মানে মন জুড়ানো

শিউলি ফুলের ঘ্রাণ

শরৎ মানে সকালবেলা

পাখির মিষ্টি গান।

শরৎ এলো

জাকির শায়েরী

শরৎ এলো আমার বোনের

শুভ্র সাদা শাড়িতে

নদীর তীরে কাশের ফুলে

শিশুর খেলা গাড়িতে।

শরৎ এলো শিশির নিয়ে

দূর্বা ঘাসের ডগাতে

শরৎ এলো শিউলি ফুলে

সুগন্ধে মন ভরাতে।

শরৎ এলো আকাশটাকে

সাদা মেঘে ঢাকাতে

শরৎ হলো রঙতুলিতে

ভিন্ন সাজে আঁকাতে।