নির্বাসিত হৃদয়

ঝুম বৃষ্টির অন্ধকারাচ্ছন্ন রাতে

ডুবে যাবে মায়াবী লেবুঘ্রাণ

আনন্দঘন মুহূর্ত ভেঙে দেবে

জোরালো বিজলি চমক।

অবশিষ্ট থাকবে অথর্ব বোধ

কুয়াশা-কাফনে ধীরগতি উড়ে যাওয়া

নৈশ পাখির মতো

মনে পড়বে আবেগি উচ্চারণ

অতীতের সৌন্দর্য নিখুঁত ভঙ্গি।

বারবার অজানা রয়ে গেলো

আমার হারানো ‘তুমি’

কার প্রতীক্ষায় প্রহর গুণে যাচ্ছো!

চলমান নিয়তির পুনরাবৃত্তি।

কালো ধোঁয়ার আগুনে পুড়ে যায় কণ্ঠনালি

এখানে অসহিষ্ণু বাতাস

প্রিয়তমা! ভুলে যেও

ভয় আর উটকো গন্ধের স্বাদ।

জীবনের সমস্ত কোলাহল ক্লান্ত-বিষন্ন

যেন অপরিচ্ছন্ন ঘোলা জল থেকে উঠে আসা

এখন আমাদের হৃদয় নির্বাসিত

দূরে-অজানা দ্বীপে।

যেনো বিস্মৃত না হই

ক্ষুদ্র জলাশয়ে

অসংখ্য কীটপতঙ্গের ভিড়ে

হয়ে আছি কর্দমাক্ত

উন্মুক্ত বুক-জমিনে

অনুরণিত একটা সদ্য মৃত সারসের শোক।

ডুবে আছি আলো আর শব্দের অতলে

অভ্যন্তরে হাহাকার প্রতিধ্বনিত হয়

নিঃশ্বাসে স্মৃতির গন্ধ।

আশীর্বাদ করো

যেনো কোনোদিন বিস্মৃত না হই

ফেলে আসা সুগন্ধি সকালের

সোনালি উর্বরতা।