বিরাট আঁকিয়ে
আকিব শিকদার
ভাইয়া আমার মস্ত মানুষ, বিরাট বড় আঁকিয়ে
হাতির ছবি আঁকতে বসেন মাছির দিকে তাকিয়ে।
ছবি আঁকা যেই সমাপ্ত হয়
যেন হলো তার মস্ত বিজয়
পাড়ার মানুষ জড়ো করে দেন বিকট গলা হাঁকিয়ে
চিৎকারে তার ভয় পেয়ে যাই, যায় কলিজা শুকিয়ে।
ময়ূর পাখি আঁকেন বসে, কাকের দিকে চোখ রেখে
হুতুম পেঁচাই বলবে যে কেউ তার আঁকা সেই ছবি দেখে।
প্রজাপতি আঁকেন যখন
ব্যাঙের আকার হয় যে তখন
আমরা কেবল মুচকি হাসি হাত দিয়ে মুখ লুকিয়ে
ভাইয়া তখন মারতে আসেন ঝাকড়া বাবরি ঝাঁকিয়ে।
লিচু
সোহানুজ্জামান মেহরান
মগডালটায় বসে তুমি
খাচ্ছ পাকা লিচু,
কাঠবিড়ালি, বন্ধু আমার
দাও না আমায় কিছু।
আমি খোকা ছোট্ট অতি
ঘুরছি তোমার পিছু,
গাছে চড়া বারণ আমার
ডালটা করো নিচু।
দাঁত কেলিয়ে কাঠবিড়ালি
ছুটছে গাছে গাছে,
পাকা লিচুর দিকে খোকা
দৃষ্টি মেলে আছে।
টুকটুকে এক লিচু ছিড়ে
ফেলল খোকার কাছে,
কুড়িয়ে খোকা লাফিয়ে ওঠে
তিড়িংবিড়িং নাচে।
সালামের বাণী
শফিক শাহরিয়ার
কারো সাথে দেখা হলে
সালাম দিও আগে,
মোমের মতো গলে হৃদয়
কুশল জানা লাগে।
আসসালামু আলাইকুম আসসালাম ...
সালাম মানে আকাশ থেকে
সুখের বারিধারা,
সালাম দিয়ে গড়ব সমাজ
গড়ব প্রতি পাড়া।
সালাম দিলে শান্তি ভীষণ
হৃদয় মাঝে জাগে।।
আসসালামু আলাইকুম আসসালাম ...
ছোট বড় বড় ছোট
সালাম দেবো হেসে,
সালাম দিলে থাকব সদাই
খুশির সমাবেশে।
সালাম মানে ফুলের বাগান
দোলে পাপড়িগুলি,
ফুলের পরশ একটু পেলেই
হিংসা বিভেদ ভুলি।
সালাম শেখায় সাম্য-নীতি
শেখায় মোটা দাগে।।
আসসালামু আলাইকুম আসসালাম।
বাবা
গোলাম আশরাফ খান উজ্জ্বল
বাবা আমায় শাসন করেন
আদরও করেন বাবা,
দুষ্টুমি করলে বলেন
এবার বকা খাবা।
চকলেটও দেন মিষ্টিও দেন
দেন জামা কাপড়
পড়ার ঘরে না দেখলে
মারেন দুটো থাপর।
বাবা মানে আদর সোহাগ
বাবা মানে ভয়,
বাবার কথা শুনেই আমি
করবো বিশ্ব জয়।
শিশুদের শিক্ষক
ইসমাঈল মুফিজী
শিশুদের শিক্ষক
যা কিছু পড়াবেন
সত্যের তুলিতে
হাতটাকে ধরাবেন।
শিশুদের বিশ্বাস
শিক্ষকে বেশি তাই
মিথ্যার নিঃশ্বাস
পরিত্যাগ করা চাই।
খোকার বায়না
নাজমুল হাসান নিরব
আম গাছে আম পেকেছে
জাম গাছে জাম
খোকা চড়বে গাছে গাছে
বৃষ্টি এবার থাম।
মেঘের ভেলায় বৃষ্টি গেল
খোকন সোনা গাছে
আম, জামে ভরলো ডালা
খুশিতে সব নাচে।
খোকা খুকি বলছে শোনো
আহ্! কি খেতে মিষ্টি
মেঘে ঢাকা সারা আকাশ
ঝুমুরঝুমুর বৃষ্টি।