আমার দেশের নদী

মাহমুদ সালিম

আমাদের দেশে আছে কতশত নদী

ঢেউ এসে খেলা করে বয় নিরবধি।

কলকল ঢেউ তালে ভাটিয়ালি গান

গানে গানে ভরে যায় বাউলের প্রাণ।

আমাদের দেশে কত নদী আঁকাবাঁকা

গাঁটা ঘেঁষে চলে কত নদীদের শাখা।

জেলে ভাই মাছ ধরে পদ্মার তীরে

কত মায়া ঘিরে আছে এই নদী ঘিরে।

অচেনাতে রয়ে গেছে আরো কত নদী

বলে যাও মাঝি ভাই কেউ পারো যদি।

মনে চায় যেতে অই তিতাসের পাড়ে

বসে বসে খেলা করি নদীটির ধারে।

কেউ যদি জেনে থাকো নদীগুলো কার

বলে যাও কতো রূপ শ্যামলি এ মা’র।

জন্মভূমি

মজনু মিয়া

দু’পা বাড়াই ঘর হতে যেই

পা ফেলি যেই মাটি,

যে মাটিতে সোনালি ধান

সোনার চেয়ে খাঁটি।

শিশির মাখা সকাল বেলায়

রোদের আলোয় হাসে,

আমায় দেখে ডেকে বলে

আমায় ভালোবাসে।

দেশ মা আমার বুকেই থেকো

ওগো জন্মভূমি,

মরতে যেন পারি মা গো

তোমার মাটি চুমি।

বাংলা আমার হৃদয় জুড়ে

নূর-ইলাহী

সোনাফলা গাঁয়ের স্মৃতি নিতুই আমায় ডাকে,

শিশির কণা ঝিলিমিলি আলের বাঁকে বাঁকে।

শিউলি ছাতিম গগন শিরীষ হিরকদ্যুতি হেসে,

শীতল বাতাস শান্তি দেয় নবান্নেরই এই দেশে।

ধানের খেত সোনার প্রলেপ মাখে ধীরে ধীরে,

রাত্রি হলে চাঁদের আলো চুইয়ে চুইয়ে পড়ে।

সোনাবরণ রোদ, ধানের রঙে ছেয়ে গেছে গাঁ,

শিশিরের স্নানে ধুয়ে নিবো আমি আমার পা।

নতুন ধানের মিষ্টি গন্ধ মাঠ জুড়ে ভাই ভাসে,

হালকা শীত মিষ্টি হাওয়ায় ভোরের সূর্য হাসে।

তৃণের গায়ে হাট বসে কতো ফুলের সমাহার!

পথের ধারে বুনোফুলের রূপ মন কাড়ে সবার।

এমন রূপের মধুর ছবি নেইকো কোথাও আর

বাংলা আমার হৃদয় জুড়ে আমি যে বাংলার।

দেশপ্রেম

কুলসুম বিবি

দেশকে যারা ভালোবেসে

দেশের জন্য লড়ে,

দেশকে রাখে সবার আগে

বুকের মাঝে ধরে।

নিজের জন্য চায় না কিছু

দেশের তরে মরে,

দেশকে নিয়ে স্বপ্ন সাজায়

নিজকে শূন্য করে।

মা ও মাটির জন্য যারা

নিজকে উজাড় করে,

দেশের মানুষ রাখে তাদের

মাথার মুকুট করে।

স্বপ্ন যাদের দুচোখে নয়

লক্ষ চোখে ধরে,

তাদের জন্য দাঁড়ায় জাতি

মাথা উঁচু করে।

দেশর প্রেমে মত্ত হয়ে

দেশের ঝাণ্ডা ধরে,

এমন মানুষ জন্মে যেন

দেশের ঘরে ঘরে।

পণ

সৈয়দ আহম্মেদ সাদি

খোকা যাবে পড়তে ঢাকায়

সঙ্গে যাবে মা ,

ঘুছিয়ে নিলো বই খাতা আর

পোষা ময়নার ছা ।

ঢাকায় নাকি সেরা পড়া

ফেলের আশা কম ,

টিফিন খাবে ঝাল সিঙাড়া

রসগোল্লা চমচম।

গাঁয়ের মায়ায় খোকা বাবুর

যদি ও খারাপ মন

সুশিক্ষাতে মানুষ হবে

খোকা বাবুর পণ ।