DailySangram-Logo-en-H90
ই-পেপার আজকের পত্রিকা

কবিতা

কবিতা

এই দেশ আমার সবচে' প্রিয় এই দেশ আমার মা মায়ের সাথে কোনো কিছুর হয় না তুলনা।

Printed Edition

এই দেশ আমার মা

কবির কাঞ্চন

এই দেশ আমার সবচে' প্রিয়

এই দেশ আমার মা

মায়ের সাথে কোনো কিছুর

হয় না তুলনা।

এই দেশেরই আলো বাতাস

নদী পাখি ফুল

বাঁচার নতুন আশা দেখায়

হয়ে স্বর্গতুল।

বাংলাদেশের মতো স্বদেশ

কোথাও পাব না

এ দেশ ছেড়ে তাই তো আমি

কোথাও যাব না।

বুড়ি

শিকদার হুমায়ুন কবির

ছোট্ট একটা মিষ্টি মেয়ে যেন ফুলের কুঁড়ি,

আদর করে আমরা সবাই তারে ডাকি বুড়ি।

বিড়াল'কে সে বিলাল বলে আধো আধো বোল,

দুষ্ট মিষ্টি কথা বলে জয় করে সব কোল।

সে যে হলো আমায়রা ফুল বয়স মাত্র চার,

এমন কথা বলে যেন আশি বছর তার।

তারে এত ভালো লাগে কিসে দেই তার প্রবাদ,

হাসলে তারে লাগে যেন সে এক ফালি চাঁদ।

বয়স আন্দাজ চালাকিতে নেই যেন তার জুরি।

তাইতো আমরা এই মেয়েটির নাম দিয়েছি বুড়ি।

বইমেলা

এম. আবু বকর সিদ্দিক

বই চাই বই চাই

এনে দাও বই,

মন ভরে বই পড়ে

জ্ঞানী গুণী হই।

কচি মনে এঁকে দাও

সুরভিত ফুল,

জ্ঞানী-গুণী মানুষের

নেই কোনো তুল

পড়ালেখা করে যার

উঁচু হয় মন,

তার মতো করে সবে

গড়ি এ জীবন।

ছড়া

সাকী মাহবুব

ছড়া আমার গাছের ডালে

দোয়েল পাখির ছাও

ছড়া আমার নদীর বুকে

পালতোলা এক নাও।

ছড়া আমার মায়ের মুখের

আলতো মাখা চুম

ছড়া আমার খুকুর চোখে

শান্তি সুখের ঘুম।

ছড়া আমার পাখপাখালির

মিষ্টি মধুর গান

ছড়া আমার সবুজ মাঠে

সোনামাখা ধান।

বই

আসাদুজ্জামান খান মুকুল

বইয়ের মতো এমন সুজন

আর তো কেহ নয়,

বই জীবনের সঙ্গী হয়ে

মনের কথা কয়।

একাকীত্বে ভোগার পরে

বই পড়ে যেই জন,

পড়ায় মনে লাগায় দোলা

কাটে সুখের ক্ষণ!

অন্ধকারে জ্বালায় আলো

বইয়ের অপার জ্ঞান,

জরার জ্বালা দূর হয়ে যায়

করলে বইয়ে ধ্যান !

জানতে হলে শিখতে হলে

পড়তে হবে বই,

না পড়লে বই জ্ঞানের অর্জন

করবো আমরা কই?

দেশটা থাকুক সুখে

কাব্য কবির

লাল সবুজের দেশের ছবি

আঁকা আমার বুকে,

চিরদিনই দেশটা আমার

থাকুক শান্তি-সুখে।

রূপের রাণী আমার দেশের

কোন বিপদ হলে,

পাই যে ব্যথা বুকের মাঝে

ভাসি চোখের জলে।

দেশটা আমার ভালো থাকুক

এই কামনা করি,

দেশের জন্য ভালো কিছু

করে যেন মরি।

মামাবাড়ি

এবি ছিদ্দিক

খোকা যাবে মামাবাড়ি

সাথে ছোট্ট বোন

নানির সাথে মায়ে আগেই

দিয়ে রাখছে ফোন।

শীতের পিঠা খেতে যাবে

রেলগাড়িতে চড়ে

ঠাণ্ডা একটু বেশি বলে

গরম কাপড় পরে।

নানির হাতের রসের পিঠা

খেজুর গুড়ে ভালো

হরেকরকম পিঠা করতে

আছে আতব চালও।

সকালবেলা মিষ্টি রোদে

খাবে চিতৈ পিঠা

শীতের রোদে রসের পিঠা

খেতে দারুণ মিঠা।

হাঁটতে শেখা

সাদমান হাফিজ শুভ

ছোট্ট খোকা হাতটি মায়ের

ধরে যায়,

একলা নিজে হাঁটতে গিয়ে

পড়ে যায়।

এমনি করে দিনে দিনে

শিখে যায়,

ইচ্ছে হলেই ফুল-পাখিদের

দিকে যায়।

শীতল চোখে খোকার মায়ে

দেখে যায়,

মনের মাঝে খুশির ছবি

এঁকে যায়।

ডাকলে মায়ে দৌড়ে খোকা

এসে যায়,

মজার মজার সদাই পেয়ে

হেসে যায়।

বাংলা ভাষা

জহিরুল হক বিদ্যুৎ

মায়ের মতো মধুর আমার

প্রাণের বাংলা ভাষা,

এই ভাষাতেই পুরাই মনের

সকল স্বপন আশা।

সুখ ও দুঃখ হাসি-কান্না

এই ভাষাতেই গাঁথা,

মাতৃভাষার গৌরবে আজ

হয় যে উঁচু মাথা।

দোয়েল টিয়া ফিঙে শ্যামা

বাংলাতে গায় গান,

এই ভাষারই দেশের গানে

জুড়ায় মন ও প্রাণ।

সালাম রফিক বরকতেরা

বাংলা ভাষার তরে,

বাহান্নতে বুক পেতে সব

বীরের মতো মরে।

এই ভাষাতেই বাঁচার স্বপন

এই ভাষাতে মরণ,

রাখবো ধরে ভাষারই মান

করবো তাদের স্মরণ।