প্রিয় জন্মভূমি

শাহীন সৈকত

আকশ ভরা তারার মেলা সাগর জলের ঢেউ

এমন ভালবাসার নদী আমায় দেবে কেউ?

বন-বানানী সবুজ পাহাড় টিলা সারি সারি

লাল মাটির এই পথই আমার মনটা নিল কাড়ি।

সকাল হলেই লাঙল-জোয়াল শিশির ভেজা পায়

সকল কৃষক ছুটে তখন মাঠের দিকে যায়।

ক্লান্ত হলে একটু জিড়াই হিজল বনের ছায়

শুকনো মুখের আমায় দেখে পিছন ডাকে মা’য়।

সন্ধ্যা হলে জোনাক জ্বলে দাদার কবর ঘিরে

সেই আলোতেই ছোটরা সব ফিরে আসে নীড়ে।

চাঁদের আলো জোৎস্না বিলায় বিলের জলে রোজ

এমন দেশের কথা তোমরা কেউ কি রাখো খোঁজ?

সে যে আমার জন্মভূমি প্রিয় বাংলাদেশ

এই মাটিকেই ভালোবেসে সুখে আছি বেশ।

মানচিত্র

ইসমাঈল মুফিজী

পৃথিবীর ম্যাপে দেখো

বাংলার ছবি

দেশ নয় যেনো সেটা

উজ্জ্বল রবি।

রবিটাতে আলো আছে

ভালো আছে আর

সুর আছে তাল আছে

আছে ঝংকার।

ঝংকারে চলে দেশ

রয় সব দিলে

মানচিত্রের মান

রাখি সবে মিলে।

মা ছিলো যে সেই

এম সোলায়মান জয়

এই আমাকে বুঝার মতো ছিল যে এক জনই

সে ছিল খুব মায়ার মানুষ দুই নয়নের মণি।

তার কাছে সব মনের কথা খুলে যে বলতাম

দুঃখ পেলে তার সান্ত্বনা খুব অমূল্য দাম।

তার হাসিতে কষ্ট সকল হয়ে যেতো দূর

তার কথা সব গানের মতো তুলতো মনে সুর।

সেই মানুষটা চলে গেছে আর দেবে না দেখা

চারদিকে আপন মানুষ তবুও আমি একা।

কে ছিল সে? কে ছিল সে? যার তুলনা নেই

কে আর হবে মায়ের মতো মা ছিলো যে সেই।

বৃষ্টি পড়ে

মুহাম্মদ ইব্রাহিম বাহারী

মেঘ গুড়গুড় মেঘলা দিন

বৃষ্টি পড়ে রিনিকঝিন

রিনিকঝিন রিনিকঝিন

গুরুগম্ভীর বাদলা দিন।

বাদলা দিনে সুবাস ছোটে

বৃষ্টি ভিজে কদম ফোটে

হাওয়ায় দোলে দোদুল দুল

কদম ফুল কদম ফুল।

কদম ফুলের পাপড়ি খোলা

ডোবার জলে হলদেকোলা

হলদে কোলার আজ সুদিন

বৃষ্টি পড়ে রিনিকঝিন।

একটানা সুর টাপুর টুপুর

সকাল সন্ধ্যা রাত্রি দুপুর

টিনের চালে বাজে বীণ

বৃষ্টি পড়ে রিনিকঝিন।

দেশ বাঁচাতে

মুহাম্মাদ আলী মজুমদার

দেশ বাঁচাতে যুদ্ধ করে

আবু সাঈদ বীর

বুক চিতিয়ে রয় দাঁড়িয়ে

উঁচু করে শির।

জীবন দিলো অকাতরে

হাজার সাঈদ মুগ্ধ

মায়ের কোলে শহীদ হলো

অবুঝ শিশু-দুগ্ধ।

লক্ষ কোটি বীর জনতা

দেশকে ভালোবেসে

প্রাণের মায়া তুচ্ছ করে

এক কাতারে মেশে।

রক্ত-নদী পাড়ি দিয়ে

পেলাম স্বাধীনতা

তাই তো এখন নির্ভয়ে কই

মনের যতো কথা।

বৃষ্টি

মাহফুজ রুমান খান

রোদের মাঝে বৃষ্টি এলো

নেই যে ক্লাসে মন

ছুটি শেষে খেলা হবে

হবে আয়োজন।

সবাই মিলে বলটা নিয়ে

চলে যাব মাঠে

এসব চিন্তা ভাবছি বসে

মন বসে না পাঠে।

যেই না শেষে হলো ছুটি

বৃষ্টি গেল থেমে

ভেসে গেল সবার খেলা

আয় বৃষ্টি নেমে।