কবিতা
কবিতা
মন হতে চায় গানের কলি মন হতে চায় পদ্য, মন হতে চায় শাপলা শালুক মন হতে চায় পদ্ম।।
Printed Edition

মন হতে চায়
মতিউর রহমান মল্লিক
মন হতে চায় গানের কলি
মন হতে চায় পদ্য,
মন হতে চায় শাপলা শালুক
মন হতে চায় পদ্ম।।
রঙিন মেঘের পালকি চড়ে,
চায় হারাতে হাওয়ায় জোরে,
ভোরের আলোর সরোবরে
এক নিমিষেই অদ্য।।
মন হতে চায় বকের পালক
বাবুই পাখির বাসা,
উধাও আকাশ সাত সাগরের
গভীর ভালোবাসা।।
জোসনা মাখা চাঁদ দেখে সে
ঢেউয়ের মতো উঠবে হেসে,
সবুজ নরম পাতার দেশে
নীড় বাঁধিতে সদ্য।।