খুঁজতে খুঁজতে

জাকির আজাদ

জীবনভর গেলো কেবল হোঁচট খেতে খেতে,

পারলমা না স্বপ্নছায়ায় পৌঁছে যেতে

নিয়তি দিলো না এই প্রশান্তি পেতে

অপ্রাপ্তিতে ভরে দিয়ে করলো তেতে।

দুঃখের উৎসবে রইলো মেতে,

বুকের ভেতর অস্থিরতার কাঁটা গেঁথে

এই তমসা ভরা রাত্রদিনে কে হারে কে জেতে।

সু-স্থির ভাবনাগুলো রইলো তুমুল চেতে।

আমার দিন যায় কেবল অনিয়মে কেটে,

হতাশার গোয়েন্দার হাতগুলো জীবনটা দেয় ঘেঁটে

তীব্র যন্ত্রণায় কান্নায় বাঁধ যায় ফেটে

স্থির ভাবনাগুলো বিষাদ খায় চেটে।

আঁধার শুধু আমার দিকে আসে হেঁটে,

অপার বেদনা স্বপ্নের ডানা দেয় ছেটে

বিপুল আশাগুলো শূন্যতায় যায় লেটে

কোথায় জীবন খুঁজতে খুঁজতে যাচ্ছি নিষ্ফল খেটে।

কী এক অদ্ভুত পৃথিবীতে বেঁচে আছি

মান্নান নূর

কী এক অদ্ভুত পৃথিবীতে বেঁচে আছি জানি না

সবাই ভালোবাসা ভালোবাসা বলে গাই, অথচ

ভালোবাসা পথহারা হাঁস, ঘরে না ফিরে

যমালয়ে গিয়ে ভালোবাসার খাদ্য হই।

কী এক অদ্ভুত পৃথিবীতে আমরা আছি

ডেকে ডেকে বন্ধু বলে গলা ফাটাই

খোশগপ্পের সময় শতশত ভরসা উড়াই, অথচ

কেউই পাশে নেই, পেছনে খানাখন্দরে ভরা।

আমরা এমন এক পৃথিবীতে আছি

বিশ্বাস কেবল কথাতেই ছোটে, চোখ থেকে

নির্ভরতার হাতছানি ইশারায় ডাকে না

কেবল নিঃশব্দে ভেসে যাও, ভেসে যাও।

আমরা বেঁচে আছি এমন এক দুনিয়ায়, যেখানে

পাখি পোষা হয়, কুকুর পোষা হয়

প্রগাঢ় মমতায় পাশে থাকা হয়

পাশে রেখে হাঁটি দূরের পাড়ায়, তবুও

মানুষের কাছে দি¦ধাদ্বন্দ্বে ভোগী, কেটে দিই

লহুর সাগর, পাখিকে কাছে রেখে মানুষ ওড়াই

আমরা আছি এমন এক পৃথিবীতে

আমরা বাঁচি এমন এক পৃথিবীতে!

ভালোবাসার শৈল্পিক ইশতেহার

হারুন আল রাশিদ

তুমি আছো বলেই

পৃথিবী অনেক সুন্দর মনে হয়

তোমার জন্যই অসংখ্য ফুল ফোটে

অগণিত কুসুম বাগানে

পাখিদের কোলাহল মুগ্ধতা ছড়ায় নিসর্গে।

ঘূর্ণায়মান পৃথিবী পাঠ করে প্রতিনিয়ত

প্রাগৈতিসাহিক রঙিন মলাটে মোড়ানো ইতিহাস

মানুষের সত্তায় অনুরণিত হয়

ভালোবাসার শৈল্পিক ইশতেহার।

তুমি আছো বলেই

বঙ্গোপসাগরের ছন্দিত হিন্দোল সৌন্দর্যে

অপরূপ প্রত্যাশা মর্মরিত ফুলসজ্জা হয়

পল্লবিত সুপ্ত স্বপ্ন মেঘ হয়ে বৃষ্টি ঝরায়

প্রেমময় কল্লোলিত মৌরিতানিয়ায়।

পোড়া চোখ

শারমিন হক

মাঝেমাঝে চোখ দুটো বড্ড বেশি পোড়ায়।

বায়না ধরে দেখবে আপনজন স্বচ্ছ আয়নায়।

আনমনে কি যেন ভেবে দিশেহারায়

দীর্ঘ লিস্ট তো হারানোর তালিকায়।

আচমকা চোখ বেয়ে গড়িয়ে এলো জল

ঠোঁটের কোণে হাসি যে সদ্যফোটা শতদল।

ও পোড়া চোখ কাঁদিস কেন তুই?

তুই যে আমার অন্তরের ব্যথা ভুলানো সই।

তর্জনীতে নিয়ে অশ্রুবিন্দু দেখে মনে হয়

তুই আছিস বলে বুঝি অন্তর কত কিছু সয়।

তুই তো আমার সঙ্গী চিরকাল

তোর চেয়ে আপন আর কে আছে বল?