তাওহীদের প্রাঙ্গনে
রেবেকা আক্তার
সোহরাওয়ার্দী আজ মুখরিত,
জামায়াতের দীপ্ত আহ্বানে,
নবজাগরণের আশায় জড়ো হয়েছে,
আজ লাখো প্রাণে।
দ্বীন প্রতিষ্ঠার অঙ্গিকারে,
মুখরিত আজ প্রান্তর,
তাওহীদের পতাকা হাতে,
জেগে উঠেছে উম্মাহর অন্তর।
আল্লাহর জমিনে আল্লাহর বিধান হোক,
এই তো সবার কামনা,
এই সমাবেশ হোক,
ইসলামি রাষ্ট্র কায়েমের সূচনা।
সত্য-ন্যায়ের পতাকা আজ,
উড়ুক এই প্রাঙ্গনে,
ইসলাম জিন্দা হোক, সত্যের জয় হোক,
বাংলার অঙ্গনে।
দমন নয়, গঠন চাই,
চাই মোরা হক্কের রাজনীতি,
সত্য স্নিগ্ধ হোক দেশ,
বন্ধ হোক মিথ্যার গীতি।
সোহরাওয়ার্দী প্রাঙ্গণে আজ,
বাজছে তাওহীদের গান,
জামায়াতের কণ্ঠে সত্যের ধ্বনি,
ইসলামের আহ্বান।
দিলের গহীনে গাঁথা যে স্বপ্ন,
ইসলামি রাষ্ট্র তার নাম,
আল্লাহর জমিনে তার হুকুম,
চলবে অবিরাম।
শান্তি, ন্যায়, ইনসাফে গড়া হোক,
বাংলার নবযাত্রা,
জামায়াতের সৈনিক শফিকের দেওয়া,
ঈমানি বার্তা।
...........................................................................................................................
শিক্ষার্থী, রেবেকা আক্তার, রংপুর সরকারি কলেজ, অনার্স ২য় বর্ষ, সাবজেক্ট অর্থনীতি।