শীতের গান

ফররুখ আহমদ

ঝরা পাতায় ফড়িং লাফায়

শীত এলো শীত এলো।

বিষম কেঁপে হিমেল হাওয়ায়

শীত এলো শীত এলো।।

শিশির ঝরা মাঠেরে ভাই

রোদের এখন সেই তাপ নাই,

ঝিমিয়ে পড়া রোদের ডানায়

শীত এলো শীত এলো।।

রোদ পোহাতে কুমিরগুলো

উঠলো ডাঙাতে,

গাঙচিলেরা ওড়ে তাদের

শীত ভাঙাতে।।

মোটেই তবু শীত কমে না

সাঁঝ আসরে সুর জমে না,

ঘুমিয়ে পড়া রাতের ছায়ায়

শীত এলো শীত এলো।।