রাসূল আমার
ফরিদ আহমদ ফরাজী
রাসূল আমার জোসনানদীর তীর
দো-জাহানে শান্তি-সুখের নীড়।
রাসূল আমার জ্ঞানসাগরের জল
সে জল পানে আনন্দে উচ্ছল।
রাসূল আমার হেরার রশ্মি-নূর
সে নূরেতে আঁধার হলো দূর।
রাসূল আমার আলোর ডানা ভর
আলোর ডানায় চড়ে নারী-নর।
রাসূল আমার ধৈর্য্যপ্রাচির তাই
দিছেন শুধু কিছুই নেন নাই।
রাসূল আমার সত্য সুন্দর খুব
কোরান পাকের জীবন্ত সে রূপ।
রাসূল আমার সুবাসমাখা ফুল
স্নেহাশিস মিষ্টি কথার মূল।
রাসূল আমার অমূল্য ধন যাঁর
মুখের বাণী মিষ্টি চমৎকার।
রঙের বৈশাখ
শেখ একেএম জাকারিয়া
বৈশাখ আসে রং ছড়িয়ে, স্নিগ্ধ হাওয়ায় গান,
মেঘের ফাঁকে রৌদ্র হাসে, জাগায় নতুন প্রাণ।
সকাল-দুপুর লেনাদেনা, হালখাতার ওই ডাক,
হৃদয়জুড়ে সবার তখন বাজে মধুর শাখ।
চেতনার ঢেউ সকল সময়, বর্ণে বর্ণে গান,
বৈশাখ আসে, ছুঁয়ে যায় প্রাণ, জাগায় নব জ্ঞান।
বোশেখ মেলা
হাফিয রেদওয়ান
বোশেখ মেলায় খোকা ঘুরে
মামার কাঁধে চড়ে
লাল পিরানটা পরে।
খই বাতাসা মুখে পুরে
লাগে কত্তো মজা
আরও খাবে গজা।
কিনছে লাটাই রঙিন ঘুড়ি
থলে ভরা মুড়কি মুড়ি
বোনের জন্য কাঁচের চুড়ি।
রক্তে ভেজা মরু
কুলসুম বিবি
ফুটবে বলে যেই কলিটা
দোলে গাছের ডালে
বারুদ গন্ধ বক্ষে মেখে
ঝরে যায় অকালে।
ধূসর বালি ভিজে শুধু
টকবগে লাল রক্তে
মরুর গায়ে দীপ্ত ঈমান
জ্বলে প্রতি অক্তে।
গাজার আকাশ জুড়ে উড়ে
জান্নাতি সব পাখি
টুকরো দেহ দেখে কেবল
তোমাদের ওই আঁখি।
ফিলিস্তিনের মাটি ফুঁড়ে
জন্ম নেওয়া তরু
স্বাধীন করবে পুণ্যভূমি
রক্ত ভেজা মরু।
নিমন্ত্রণ
এইচ এস সরোয়ারদী
বৈশাখ এলো আমার গাঁয়
কলসি কাঁখে, আলতা পায়।
বন্ধু এসো আমার বাড়ি
কিনে দেব খেলনা গাড়ি।
টিকলি দেবো, নূপুর দেবো
দেব অনেক কিছু
মেলা থেকে কিনে দেব
জিলাপি আর লিচু।
আরও দেব মাটির হাঁড়ি
মাটির টেলিফোন
এসো বন্ধু আমার বাড়ি
রইলো নিমন্ত্রণ।
ধন-রত্নের খনি
বাবু হক
ছোট্ট সোনামণি
তোমার মাঝে লুকিয়ে আছে
ধন-রত্নের খনি।
আঁকতে পারো ছবি
চাইলে তুমি হতে পারো
দিগ্বিজয়ী কবি।
গল্প যদি লেখো
আগে পড়ে, গল্প লেখার
পদ্ধতিটা শেখো।
হলে খেলোয়াড়
নিয়মিত খেলাধুলায়
শরীরটা দাও ধার।
হতে চাইলে জ্ঞানী
বইয়ের সাথে সখ্যতা চাই
হতেই হবে ধ্যানী।
ইচ্ছে হলে আরো
আকাশ-পাহাড়-মহাবিশ্ব
জয় করতে পারো।
ইচ্ছেরা সব জাগুক
রত্ন-খনি আবিষ্কারের
পালে বাতাস লাগুক।