১.
আম বোটা নড়বড়
নড়েচড়ে আয় ঝড়
গাছে আম ঝোপা ঝোপা
কাঁচা আম ঝুলছে
হালকা বাতাসে আম
দুলছে দুলছে!
যেই আম পাকলো
মন চেয়ে থাকলো
আম বোটা নড়বড়
আম পড় আম পড়।
২.
আয় ঝড় আয় রে
মন ছুটে যায় রে
জোরে তুলি হাই রে
আম খেতে চাই রে
গাছতলা দাঁড়িয়ে
ভাবনাটা নাড়িয়ে
আছি হাত বাড়িয়ে
তাড়াতাড়ি আয় ঝড়
আম পড় আম পড়।
৩.
আম পড় আম পড়
এই ঝড় সেই ঝড়
বৈশাখী ঝড়ো বেগ
নীচে পড়ে শীলা মেঘ
মন কি যে চায় রে
হায় হায় হায় রে
এই ঝড় সেই ঝড়
আম পড় আম পড়।
৪.
রাত হলো নিজঝুম
চোখ জুড়ে আয় ঘুম
ঝড় নেই নেই ঝড়
গাছে আম পাকছে
পাখিরাও আম খেতে
একে ওকে ডাকছে
ধুপ ধুপ পড়ে আম
যেই কানে শুনছি
তাড়াতাড়ি ভোর হও
প্রহর তো গুণছি।
৫.
ঝড়ো হাওয়া বৃষ্টি
বাড়ি এল ইশটি
আম পেকে পড়ে নিচে
কুড়াতেই মজা কি যে
ভাবনাতে টেসটি
খেতে বড় মিষ্টি।