মা পৃথিবীর সেরা
জসীম উদ্দীন মুহম্মদ
মায়ের কথা বলবো কী
মা পৃথিবীর সেরা
গানের পাখি প্রাণের পাখি
মা-তেই আত্মহারা।
সব ভুলে যাই মা ভুলি না
প্রাণের পরশ মেলা
শান্তি সুখের সেই ছোঁয়াতে
ভুলতে পারি খেলা।
মায়ের মতোন এই ভুবনে
আর কি আছে কেউ
ফুলের চেয়েও পবিত্র মুখ
সুখ সাগরের ঢেউ।
সেই মা-কে কেউ দিও না
একটু খানি দুখ
সেই মায়েরই পায়ের তলায়
জেনো তোমার সুখ॥
মাকে ভালোবাসি
সাকী মাহবুব
মা যে আমার এই পৃথিবীর
সবচেয়ে প্রিয় মুখ,
মা যে আমার গলার মালা
হৃদয় ভরা সুখ।
মা যে আমার পান্না হিরা
জুঁই চামেলির ফুল,
মা যে আমার চোখের মণি
দুটি কানের দুল।
মা যে আমার চাঁদের আলো
স্বপ্ন রাশি রাশি,
মা যে আমার গান কবিতা
তাকেই ভালোবাসি।
গাঁয়ের মেলা
রুমী খান
জানো বাবা,
পাশের গাঁয়ে বসছে মেলা
হরেকরকম পণ্যে
তুমি গেলে নিয়ে এসো
শুধু আমার জন্যে।
নীল আকাশে উড়ছে দেখ
রং-বেরঙের ঘুড়ি
মেলা থেকে এনো বাবা
হাতের রাঙা চুড়ি।
গাঁয়ের মেলা বিকেলবেলা
দলবেঁধে যায় বঁধূ
আমায় তুমি সঙ্গে নিয়ো
দেখবো সেসব শুধু।
মেলা থেকে কিনে আনে
সবাই মাটির হাঁড়ি
সঙ্গে আমায় না নিলে গো
করবো ভীষণ আড়ি।
খোকা যাবে মামার বাড়ি
এম এস ফরিদ
জ্যৈষ্ঠমাসের বাতাস জুড়ে বইছে আমের ঘ্রাণ
আম কুড়াতে খোকা-খুকির নেচে উঠে প্রাণ।
আমবাগানে জামবাগানে সকল গাছের তল
মাতিয়ে রাখে সারাটাদিন শিশু-কিশোর দল।
রোদ ঝলমলে মৃদু হাওয়ায় দুলিয়ে যায় ডাল
ঝুলে থাকে সিঁদুরে আম মিষ্টি মধুর লাল।
তাইনা দেখে খোকা-খুকির জিভে আসে জল
মধুর ঘ্রাণে মন ভরে যায় রসে টলমল।
আম্রপালি, ক্ষীরসাপাতি গোপালভোগের নাম
মিষ্টি যেন চিনিগুড়ে এই রসালো আম।
মামার বাড়ি নিমন্ত্রণে এবার যাবে খোকা
আম কুড়াবে ইচ্ছে মতো আরও জামের থোকা।
তাইতো খোকার পড়াশোনায় বসে না আর মন
মামার বাড়ি যাওয়ার তরে চলল আয়োজন।
যাদুর দেশে
শারমিন নাহার ঝর্ণা
ছোট্ট খুকি ঘুমের ঘোরে
রঙিন স্বপ্ন দেখে,
যাদুর দেশে পরীর কাছে
মজার খেলা শেখে।
পরীর হাতে যাদুর লাঠি
ঝিকিমিকি জ্বলছে,
যাদুর লাঠি ছুঁয়ে খুকি
পরীর মতো চলছে।
পরীর মতো দুটি ডানা
খুকি পেয়ে হাসে,
যাদুর দেশে পরীর বেশে
নীল আকাশে ভাসে।
আম কুড়ানো
আলাউদ্দিন হোসেন
কে কে যাবি আম কুড়াতে
আমার সাথে আয়,
দূর আকাশে মেঘ ডাকছে
ঝড় আসবে গাঁয়।
গাঁয়ের পথে আমের বাগান
আমরা সেথায় যাবো,
তাড়াতাড়ি আয় রে তোরা
পাকা আম খাবো।
সবাই মিলে আম কুড়ালে
ভরে যাবে মন
আম কুড়িয়ে ভাগাভাগি
করবো সকল জন।
মুক্ত পাখি
আব্দুস সাত্তার সুমন
মুক্ত পাখি মুক্ত পাখি
দূর আকাশের বুকে,
সাদা সাদা মেঘের ভেলায়
রবে মহাসুখে।
প্রাণ পাখিটি প্রাণ পাখিটি
মুক্ত হতে চায়,
সবুজ ঘেরা স্বর্গে আমায়
করে দেবে ঠায়?
স্বাধীন পাখি স্বাধীন পাখি
থাকবে আপন নীড়ে,
সুখে-দুখে থেকো তুমি
শত পাখির ভিড়ে।
উড়ে উড়ে উড়াল দিয়ে
যাবে গহীন বনে,
যেথায় থেকো ভালো থেকো
রাখবে আমায় মনে?