গত ২১/০৩/২০২৫ তারিখ জুম্মাবার বিকাল চারটায় মিরপুর ডিওএইচএস শিল্প সাহিত্যের কাগজ ডাকটিকিট কার্যালয়ে অনুষ্ঠিত হয় ডাকটিকিট সাহিত্য আড্ডা ও ইফতার অনুষ্ঠান। আড্ডায় কবিতা গল্প অনুবাদ সাহিত্য পাঠের পাশাপাশি পঠিত লেখার উপর আলোচনা হয়। আড্ডায় উপস্থিত ছিলেন আশির দশকের অন্যতম কবি ও গবেষক হাসান আলীম, কবি তাজ ইসলাম, ডাকটিকিট-এর সম্পাদক কবি বোরহান মাহমুদ, কবি ও সাংবাদিক আবিদ আজম,কবি গোলাম কুদ্দুস চঞ্চল, কবি হাসনাইন ইকবাল, কবি সাইফ মাহদি, কবি ও গল্পকার তাহসান কবির, কবি ও সাংবাদিক রফিক লিটন, কবি সাদি মিনহাজ, গল্পকার লুতফুল আহসান, শিশু সাহিত্যিক মুহিব্বুল্লাহ কাফি, কবি নান্নু মিয়া, কবি শাহাবুদ্দিন শিহাব, কবি নোমান সাদিক। আড্ডায় সভাপতিত্ব করেন কবি ও গবেষক হাসান আলীম। পঠিত লেখার উপর আলোচনা রাখেন কবি তাজ ইসলাম।
অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্ব পালন করেন কবি নোমান সাদিক। -আব্দুল্লাহ