সমন্বিত সাংস্কৃতিক সংসদ (সসাস) কর্তৃক আয়োজিত জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা “সেরাদের সেরা সিজন–৬”–এর জাতীয় পর্যায়ের চূড়ান্ত বাছাই পর্ব সফলভাবে সম্পন্ন হয়েছে।

ঢাকার ঐতিহ্যবাহী তেজগাঁও কলেজ প্রাঙ্গণে মনোরম ও সুশৃঙ্খল পরিবেশে আয়োজিত এ অডিশন অনুষ্ঠানটি সকাল ৯টা থেকে দুপুর পর্যন্ত অনুষ্ঠিত হয়। এতে গান, অভিনয় ও আবৃত্তি—এই তিনটি বিষয়ে দেশের ৮টি বিভাগের বাছাইকৃত প্রতিযোগীরা অংশগ্রহণ করেন।

এই প্রতিযোগিতার মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে প্রতিভাবান শিল্পী, অভিনেতা ও আবৃত্তিকারদের খুঁজে বের করার লক্ষ্যে উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায় অতিক্রম করে জাতীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ সৃষ্টি করা হয়।

সারা বাংলাদেশ থেকে বাছাইকৃত মোট ৩০০ প্রতিযোগীর মধ্য থেকে প্রতিটি বিষয়ে ১০ জনকে ইয়েস কার্ড প্রদান করে পরবর্তী রাউন্ডে উত্তীর্ণ করা হয়। এ ছাড়া অংশগ্রহণকারী অন্যান্য প্রতিযোগীদের হাতে সম্মাননা গিফট তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ওস্তাদ তাফাজ্জল হোসাইন খান।

বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন সমন্বিত সাংস্কৃতিক সংসদ এর সাবেক নির্বাহী পরিচালক আব্দুল্লাহ আল নোমান।

জাতীয় পর্যায়ের এ প্রতিযোগিতার পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন সমন্বিত সাংস্কৃতিক সংসদের সহকারী নির্বাহী পরিচালক জাকির হোসাইন। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সসাসের সহকারী নির্বাহী পরিচালক ইসরাইল হোসাইন শান্ত।

পরিশেষে উপস্থিত অতিথি ও বিচারকমণ্ডলী প্রতিযোগীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন এবং আনুষ্ঠানিকভাবে অডিশন পর্বের সমাপ্তি ঘোষণা করা হয়।